• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • BENGALI AUTHOR BUDHHAEV GUHAS REACTION ON DEMISE OF NABANITA DEV SEN RM

' নবনীতা খালি গান শোনানোর আবদার করত, ছোটবেলার বন্ধুকে হারালাম': বুদ্ধদেব গুহ

চলে গেলেন প্রখ্যাত কবি-সাহিত্যিক নবনীতা দেবসেন

চলে গেলেন প্রখ্যাত কবি-সাহিত্যিক নবনীতা দেবসেন

 • Share this:

  #কলকাতা:  চলে গেলেন প্রখ্যাত কবি-সাহিত্যিক নবনীতা দেবসেন। শোকের ছায়া সাহিত্য মহলে। শোকস্তব্ধ কাছের বন্ধু বাংলা সাহিত্যিক বুদ্ধদেব গুহ... তাঁর ভাষায়,'' কী আর বলব, আমার বলার মতো অবস্থা নেই! নবনীতা আমার ছোটবেলার বন্ধু। আমরা একসঙ্গে স্কুল ফাইনাল পাশ করেছিলাম। অমর্ত্যর সঙ্গে বিয়ের পর যখন ও বিদেশে, আমা্য চিঠি লিখত, আমি উত্তর দিতাম। বিগত অনেকদিন ধরেই অসুস্থ ছিল, আমি ফোন করলেই গান শোনানোর আবদার করত। আমি দেখতে যেতে চাইতাম, কিন্তু ও না করত, বলত 'এস না, সিঁড়ি ভাঙতে হবে, তোমারও তো শরীর খারাপ।' গতবছর ওর ৮০ বছরের জন্মদিনে গিয়েছিলাম। বড় প্রাণবন্ত একটা মেয়ে। মন খুলে হাসত, শুধু লেখাই নয়, সামাজিক নানা সমস্যায় ওকে সরব হতে দেখেছি। মল্লিকা (সেনগুপ্ত)-র মত, এইজন্য বোধহয় ওদের দু'জনের মধ্যে এত বন্ধুত্ব ছিল। আসলে, এখন যে বয়সে এসে পৌঁছেছি, শুধু কাছের মানুষদের  চলে যাওয়ার খবর আসে... ভাল লাগে না আর!''

  বৃহস্পতিবার কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন নবনীতা দেবসেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮১ বছর। পদ্মশ্রী, সাহিত্য অ্যাকাডেমি-সহ বহু পুরস্কারে ভূষিত নবনীতার জন্ম কলকাতায়।  কবিতা,  গদ্যর পাশাপাশি ভ্রমণকাহিনীতেও দক্ষ। দীর্ঘ দিন কাজ করেছেন ‘রামকথা’  নিয়ে,  ‘চন্দ্রাবতী রামায়ণ’ তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

   
  First published: