• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • কবজি কাটা অবস্থায় কীভাবে গলায় দড়ি ? বিতস্তার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

কবজি কাটা অবস্থায় কীভাবে গলায় দড়ি ? বিতস্তার মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

বিতস্তার মৃত্যুতে এবার তাই খুনের মামলা রুজু করেছেন মা গীতারাণী সাহা ৷

বিতস্তার মৃত্যুতে এবার তাই খুনের মামলা রুজু করেছেন মা গীতারাণী সাহা ৷

বিতস্তার মৃত্যুতে এবার তাই খুনের মামলা রুজু করেছেন মা গীতারাণী সাহা ৷

 • Share this:

  #কলকাতা: বাবা-মা-র সঙ্গে নিজের বাড়িতে নয়, আলাদা একটি বিলাসবহুল ফ্ল্যাটে থাকতেন অভিনেত্রী বিতস্তা সাহা ৷  এক আয়কর কর্তার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল বলে জানতে পেরেছে পুলিশ ৷ ওই ব্যক্তির সঙ্গে মেয়ের সম্পর্কে অমতও ছিল বিতস্তার পরিবারের ৷ দীর্ঘদিন ধরেই তাই অবসাদে ভুগছিলেন বিতস্তা বলে জানা যাচ্ছে ৷  বিতস্তার মৃত্যুতে এবার তাই খুনের মামলা রুজু করেছেন বিতস্তার মা গীতারাণী সাহা ৷

  মঙ্গলবার রাতে ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার হওয়া অভিনেত্রী বিতস্তা সাহার মৃত্যুকে ঘিরে রহস্য এখন ক্রমেই ঘনীভূত হচ্ছে ৷ তদন্তে নেমে কিছুটা ধন্দে পুলিশ ৷ কারণ বিতস্তার হাতের কবজি কাটা ছিল ৷ সেই অবস্থায় কীভাবে গলায় দড়ি দেন তিনি ? তা নিয়েই প্রশ্ন উঠছে ৷ শরীরে বেশ কয়েকটি আঘাতে চিহ্নও রয়েছে ৷ তবে সেগুলো নতুন না পুরোনো, সেটা এখনও নিশ্চিত নয় পুলিশ ৷ ময়নাতদন্তের রিপোর্টেই বিস্তারিত তথ্য জানা যাবে ৷ তবে পুলিশ জানিয়েছে ৪৮ ঘণ্টা আগে অর্থাৎ সোমবার দুপুর নাগাদই মৃত্যু হয় বিতস্তার ৷

  প্রতিবেশীদের থেকে জানা যাচ্ছে, বিশৃঙ্খল জীবনযাপন করতেন বিতস্তা ৷ এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর ৷ এই নিয়ে মায়ের সঙ্গে অশান্তি বাঁধে বিতস্তার ৷ আড়াই মাস আগে বাইপাসের ফ্ল্যাট ভাড়া নেন অভিনেত্রী ৷ তবে গত কয়েকদিনে বহিরাগত কেউ দেখা বিতস্তার সঙ্গে দেখা করতে আসেননি ৷ আবাসনের ভিজিটর লিস্ট দেখে এই তথ্যই পেয়েছে পুলিশ ৷ তাই প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলেই মনে করছে পুলিশ ৷ ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি কর্মজীবনেও সেভাবে সাফল্য আসছিল না ৷ তার জেরে চরম হতাশায় ভুগছিলেন বিতস্তা ৷ কিছুদিন আগেই মুক্তি পায় তাঁর ‘বাঞ্ছা ফিরে এল’ ছবিটি ৷ ‘বাঘিনী’ বলে আরও একটি ছবিতে অভিনয় করেছেন তিনি ৷  কিন্তু সেই ছবি এখনও মুক্তি পায়নি ৷

  522082_701175196603115_5110649925729353252_n

  কসবাতে একটি কলসেন্টারে আগে চাকরি করতেন বিতস্তা ৷ সেখান থেকেই অভিনয়ের জগতে চলে আসেন তিনি ৷ তবে টলিউডে গত তিন বছর ধরে শুধু স্ট্রাগলই করেছেন অভিনেত্রী ৷ সেভাবে সাফল্য পাচ্ছিলেন না ৷ সেকারণেই মানসিক অবসাদে ভুগছিলেন বিতস্তা ৷

  First published: