#কলকাতা: আবারও পশ্চিমী ঝঞ্ঝার ভ্রুকুটি। এর জেরে সপ্তাহের মাঝে আবারও বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবার আবহাওয়া ভাল থাকার পর মঙ্গলবার রাত থেকেই ফের রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর। মঙ্গলবার বা বুধবার বৃষ্টি হতে পারে পশ্চিমের জেলাগুলিতে।আজও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া সম্ভাবনা। কোথাও মেঘলা, কোথাও আংশিক মেঘলা থাকবে আকাশ।আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেন, রবিবার থেকে আবহাওয়া উন্নতি হবে। সোমবার ও মঙ্গলবার দিনের বেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।আগামিকাল রবিবার থেকে পরিস্থিতির উন্নতি। সোমবার, মঙ্গলবার দোল, হোলিতে আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার রাতের দিকে পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা।রবিবার থেকেই পূবালী হাওয়ার দাপট কমবে। উত্তর-পশ্চিম হাওয়া সক্রিয় হবে। সকাল রাতের দিকে হালকা ঠান্ডা ভাব ফিরতে পারে।
উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত রয়েছে তার টানে জলীয়বাষ্প ঢুকছে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি।আজকে সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল সর্বনিম্ন তাপমাত্র ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৮ থেকে ৯৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার।পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নিম্নচাপ রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এর জেরে আজও বৃষ্টি পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তর প্রদেশে। বৃষ্টি হবে বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবাংলা, সিকিম, ওড়িশা, অসম ও মেঘালয়ে। আজও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু কাশ্মীরের লাদাখ এলাকায়।আগামিকাল থেকে রাজ্যে আবহাওয়ার উন্নতি হলেও অসম, মেঘালয় ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে অরুণাচল প্রদেশও, সঙ্গে দমকা ঝড়ো হাওয়া সম্ভাবনা।নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকছে ১০ই মার্চ মঙ্গলবার রাতে জম্মু-কাশ্মীরে। এর প্রভাবে আবারও উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া পরিবর্তন হবে। একইসঙ্গে প্রভাব পড়বে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও।মঙ্গলবার রাত থেকেই ঝারখান্ড এবং পশ্চিমের জেলা গুলিতে বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টি সম্ভাবনা।
BISWAJIT SAHA
Published by:Ananya Chakraborty
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।