#কলকাতা: জইশ জঙ্গিদের নিশানায় বাংলা। উৎসবের মরশুমে রাজ্যে একাধিক জায়গায় জঙ্গি নাশকতার হুমকি চিঠি দেওয়া হল। কলকাতা, বর্ধমান, আসানসোলে হামলা চালান হবে বলে হুমকি জৈশের।
রোহতকের স্টেশন ম্যানেজারকে ওই হুমকি চিঠি পাঠান হয়েছে। জইশ জঙ্গিদের নাম করে পাঠান চিঠিতে দেশের ১১টি স্টেশনে হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে একাধিক মন্দিরেও বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে চিঠিতে।