Football World Cup 2018

ডিসেম্বরে শুরু হতে পারে বেঙ্গল প্রিমিয়ার লিগ

Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jul 12, 2017 02:29 PM IST
ডিসেম্বরে শুরু হতে পারে বেঙ্গল প্রিমিয়ার লিগ
File Photo
Siddhartha Sarkar | News18 Bangla
Updated:Jul 12, 2017 02:29 PM IST

#কলকাতা:  চলতি বছরের শেষেই হবে বেঙ্গল প্রিমিয়র লিগ ? ইতিমধ্যেই IMG-র সঙ্গে চুক্তি চূড়ান্ত। ৬ দল নিয়ে আইপিএলের ধাঁচে বিপিএলের ভাবনা সৌরভের। রঞ্জি ট্রফির মাঝেই সপ্তাহ দু’য়েকের এই টুর্নামেন্ট করতে মরিয়া সিএবি। বোর্ডের সঙ্গেও উইন্ডো নিয়ে আলোচনা করেছেন মহারাজ। ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত হতে পারে টুর্নামেন্ট। অক্টোবর-নভেম্বরে দল গঠনের সম্ভাবনা। জানালেন সিএবি প্রেসিডেন্ট।

এদিকে এবছর আইএসএলে এটিকের হয়ে খেলতে দেখা যাবে না ইয়ান হিউমকে ৷ গত তিন বছরে আইএসএলে দারুণ পারফরম্যান্স থাকা সত্ত্বেও কেন হিউমকে না রাখার সিদ্ধান্ত এটিকে-র ? বাদ পড়ার পিছনে বেশি বয়স একটা ফ্যাক্টর বলে মনে করা হচ্ছে ৷ কারণ এবছর তরুণ ফুটবলারদের দলে নেওয়ার দিকেই বেশি ঝুঁকে এটিকে কর্তৃপক্ষ ৷

First published: 02:28:06 PM Jul 12, 2017
পুরো খবর পড়ুন
अगली ख़बर