#কলকাতা: কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, ১০০ দিনের কাজে শীর্ষে বাংলা ৷ চলতি বছরে রেকর্ড কাজ বাংলায় ৷ ৯ লক্ষ পরিবার ১০০ দিনের কাজ পায় ৷ দ্বিতীয় স্থানে আছে অন্ধ্রপ্রদেশ ৷ অন্ধ্রের প্রায় ৪ লক্ষ পরিবার কাজ পায় ৷ তৃতীয় স্থানে রয়েছে ছত্তীসগড় ৷ ছত্তীসগড়ের পরেই রয়েছে তেলেঙ্গনার স্থান ৷ গ্রামোন্নয়ন মন্ত্রকের রিপোর্টে এর উল্লেখ রয়েছে ৷
ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১০০ দিনের কাজে বাংলা শীর্ষে থাকায় তিনি অতন্ত গর্বিত ৷ এই প্রকল্পের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন তিনি ৷ এই নিয়ে টানা তিনবার বাংলা নজরকাড়া সাফল্য পেয়েছে বাংলা ৷
রাজ্যের মধ্যে পশ্চিম বর্ধমান, ও কোচবিহার জেলা শীর্ষস্থানে রয়েছে ৷ এই দুটি জেলায় সবথেকে ভালো কাজ হয়েছে ৷ আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজে দেশের মধ্যে শীর্ষে রয়েছে ৷ এর পাশাপাশি দেশের মধ্যে জল সংরক্ষণের ক্ষেত্রেও দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।