হোম /খবর /কলকাতা /
রাজ্যে আক্রান্তের সংখ্যা কমলেও, মানুষের লাগামছাড়া ভাব দেখে চিন্তায় চিকিৎসকরা

Bengal Corona Update: রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় স্বস্তি! তবে বাড়ল মৃতের সংখ্যা

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় স্বস্তি! তবে বাড়ল মৃতের সংখ্যা

রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় স্বস্তি! তবে বাড়ল মৃতের সংখ্যা

Bengal Corona Update: রাজ্যে (West Bengal) করোনা (Corona) আক্রান্তের নিরিখে জেলা হিসেবে এখনও এগিয়ে রয়েছে কলকাতা (Kolkata)।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: কিছুটা স্বস্তি। রাজ্যে এক বারে অনেকটাই কমল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৫১০জন (Bengal Corona Update)। কিন্তু একদিকে কিছুটা স্বস্তি মিললেও চিন্তা বাড়িয়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। তবে পাশাপাশি সুস্থ হয়ে বাড়িও ফিরছেন মানুষ। সুস্থতার হার বাড়ায় এবং দৈনিক আক্রান্তের সংখ্যা কমায় কিছুটা স্বস্তি মিলেছে মানুষের। তবে সেই আন্দাজে করোনা পরীক্ষার সংখ্যাও কমেছে। ২৭,৫০৩ জনের করোনা পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৬৪৭ জন।

রাজ্যে (West Bengal) আক্রান্তের নিরিখে জেলা হিসেবে এখনও এগিয়ে রয়েছে কলকাতা। গত ২৪ ঘণ্টায় কলকাতা (Kolkata) থেকেই আক্রান্ত হয়েছেন ৮১ জন। আর তার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৭৯ জন। করোনার প্রকোপ কমতেই পর্যটকরা হয়েছেন পাহাড়মুখী। করোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানেই রয়েছে দার্জিলিং। সেখানে আক্রান্তের সংখ্যা ৫২ জন।এর পরেই রয়েছে নদিয়া।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমেছে হাওড়াতেও। আক্রান্ত হয়েছেন ৪৩জন। দৈনিক মৃত্যুর দিক থেকে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় মৃত্যু হয়েছে ৩ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মোট মৃত্যুর সংখ্য়া ১৮,৩১২। রাজ্যে করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা ১৫৩৯০৬৫।

তবে কিছুটা স্বস্তি দেখা দিলেও চিন্তায় রয়েছে চিকিৎসক মহল। কারণ ইদানিং মানুষের মধ্যে আবার উদাসীনতা দেখা যাচ্ছে করোনা নিয়ে। আবার কলকাতা সহ লাগোয়া অঞ্চলে ভিড় জমাতে শুরু করেছে মানুষ। শারীরিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরার প্রবণতাও কমছে যা নতুন করে চিন্তা বাড়াচ্ছে।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Coronavirus