হোম /খবর /কলকাতা /
মূলত নতুনদের 'শিক্ষিত' করার লক্ষ্যেই ৭২ ঘন্টার 'ক্লাসরুম' বঙ্গ বিজেপির

গেরুয়া রাজনীতিতে মূলত নতুনদের 'শিক্ষিত' করার লক্ষ্যেই  ৭২ ঘন্টার 'ক্লাসরুম' বঙ্গ বিজেপির 

সঙ্ঘ শিবিরের অনুকরণেই  পাঠশালা! 

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: এ'রাজ্যের গেরুয়া শিবিরের অনেক জনপ্রতিনিধিই নতুন মুখ। অনেকেই আবার প্রথমবার বিধায়ক কিংবা সাংসদ হয়েছেন। বিভিন্ন সাংগঠনিক পদেও যাঁরা রয়েছেন, তাঁরাও অনেকেই নতুন। প্রত্যেকেই সক্রিয় রাজনীতিতে থাকলেও দলের ইতিহাস, আদর্শ অনেকের কাছেই অজানা। বিশেষ করে তাঁদের কথা ভেবেই রাজনীতির পাঠশালার আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির। তবে এই ধরনের পাঠশালা এর আগেও হয়েছে। তবে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের আমলে প্রথমবার হতে চলেছে প্রশিক্ষণ শিবির।

আগামী ২৯,৩০ ও ৩১অগাস্ট বৈদিক ভিলেজে হতে চলেছে তিনদিনের প্রশিক্ষণ শিবির। এই শিবিরে  রাজনীতির পাঠ দেবেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। এ রাজ্যে সদ্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল , বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক সংগঠন সতীশ ধন্ড-সহ অন্যান্য নেতৃত্বও  হাজির থাকবেন। বিজেপি সূত্রের খবর, তিন দিনের এই শিবিরে কড়া অনুশাসন মেনে চলতে হয়। শিবিরে যে সমস্ত প্রতিনিধি অংশ নেবেন তাঁদের বাড়ি থেকে যাতায়াত করার অনুমতি মেলে না। টানা তিনদিন শিবিরেই থাকতে হয়।

আরও পড়ুন: কসবায় বাসের মধ্যেই ঘটে গেল ভয়াবহ ঘটনা! কী হল অ্যাক্রোপলিসের সামনে, আঁতকে উঠছে শহরবাসী

দলীয় সূত্রে জানা গিয়েছে, তিন দিনের শিবিরের আগের দিন  ২৮ অগাস্ট -এর মধ্যে প্রত্যেককে সব রকমের প্রস্তুতি নিয়ে হাজির হতে বলা হয়েছে। গেরুয়া শিবিরের এক বিধায়কের কথায়, ' দলের নির্দেশ পেয়েছি। আগের দিন রাতের মধ্যে বৈদিক ভিলেজ পৌঁছে যাব। এই ধরনের শিবির খুবই প্রয়োজন'। ২৯ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত বিজেপির এই পাঠশালায় থাকবেন রাজ্যের দলীয় সব সাংসদ এবং বিধায়করা। রাজ্যস্তরের নেতারাও থাকবেন। বিজেপির বিভিন্ন জেলা সংগঠনের শীর্ষনেতাদেরও থাকতে নির্দেশ দেওয়া হয়েছে তিনদিনের এই পাঠশালায়। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'প্রশিক্ষণ আমাদের সংগঠনের অন্যতম কাজ। রাজ্যস্তরে প্রশিক্ষণের পর জেলাস্তরে প্রশিক্ষণ হয়। তারপর মণ্ডল স্তরে প্রশিক্ষণ হয়। সংগঠনের প্রত্যেকটি স্তরেই প্রশিক্ষণ হবে'।

আরও পড়ুন: অল্প সময়ের বৃষ্টিতেই জলমগ্ন উত্তর ও মধ্য কলকাতা, জল নামাতে তৎপর পুরসভা

গেরুয়া শিবির সূত্রের খবর, বঙ্গ বিজেপির নেতাদের মোদি সরকারের প্রকল্পের প্রচার কীভাবে করতে হবে, বুথস্তরের কর্মীদের সঙ্গে সমন্বয় কীভাবে বাড়াতে হবে, জনসংযোগে জোর দেওয়ারও পাঠ দেওয়া হবে প্রশিক্ষণ শিবিরে। বুথস্তরে কীভাবে সংগঠন বাড়ানো যায় তার দাওয়াইও দেওয়া হবে। পাশাপাশি দলের ইতিহাস ও আদর্শের পাঠও দেওয়া হবে এই শিবিরে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ভাবধারায় চলে বিজেপি। তবে একেবারে সংঘের শিবিরের মত না হলেও তারই অনুকরণে হয় বিজেপির এই ধরনের শিবির বলে জানালেন এক পদ্ম নেতা।

VENKATESWAR LAHIRI 

Published by:Rukmini Mazumder
First published:

Tags: BJP