ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: শাসক দলের বিরুদ্ধে বাইক বাহিনী নিয়ে বারবারই সরব হতে দেখা গেছে বঙ্গ পদ্ম নেতাদের। এবার কি সেই পথেই বঙ্গ বিজেপি? পঞ্চায়েত ভোটে বঙ্গ বিজেপির হাতিয়ার কি এবার বাইকবাহিনী? এ প্রশ্ন নানা মহলে। কারণ, বিজেপি নেতৃত্বের নির্দেশ, ‘‘এবার প্রতি বুথে মোটরবাইক-সহ অন্তত ৫০ জন কর্মীকে তৈরি থাকতে হবে।’’
টার্গেট পঞ্চায়েত ভোট। শক্তি বাড়াতে হবে বুথে বুথে। তার জন্য কী কী করতে হবে তার তালিকা তৈরি করে দিয়েছে বঙ্গ বিজেপি। বিজেপি নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে, এবার বুথে বুথে রেডি রাখতে হবে বাইকবাহিনী। প্রতি বুথে অন্তত ৫০ জন কর্মীকে মোটরবাইক-সহ তৈরি থাকতে হবে। বিজেপির বুথ সশক্তিকরণ অভিযানে কী কী করণীয়? এমনই এক সার্কুলারে দেখা মিলল ‘বাইক কথা’। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায়, ‘‘বাইকে দ্রুত যাতায়াত করা যায়। যোগাযোগ উন্নত করতে বাইক ব্যবহার করা হবে। এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য নেই।’’
রাজ্য রাজনীতিতে বাইকবাহিনীর দৌরাত্ম্য নতুন কিছু নয়। একসঙ্গে অনেকে বাইকে বেরিয়ে শক্তি প্রদর্শন। কার কত মাসল পাওয়ার, তার দেখনদারি। এ ছবি ২০১১ সালের আগে বাংলায় যেমন দেখা গিয়েছে, তেমন পরেও দেখা গিয়েছে। বিশেষ করে গ্রামের ভোটে বাইক বাহিনীর দাপট বারবার চোখে পড়েছে। এবার পঞ্চায়েত ভোটে শাসক বাহিনীর মোকাবিলায় কি সেরকমই পাল্টা বাইকবাহিনী গড়ার লক্ষ্যে বিজেপি? বিজেপির এ রাজ্যের প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্যের ইঙ্গিত সেরকমই।
শমীকের যুক্তি, ‘‘বাইক বাহিনীর মোকাবিলা তো আর সাইকেল দিয়ে করা যায় না। তৃণমূল দৌড়ালে আমাদেরও দৌড়াতে হবে। ওদের সঙ্গে পুলিশ আছে, আমাদের তা নেই। চেষ্টা তো আমরা করবই। লড়াই সর্বাত্মক হবে।’’ আর এ শুনে শাসক শিবির তৃণমূলের কটাক্ষ, ‘‘বিজেপির আবার বুথ কমিটি। বিজেপির আবার শক্তি। গরুর গাড়ির হেডলাইট। যাদের কমিটি করতে গেলে ফেসবুকে বিজ্ঞাপন দিতে হয়, তারা বলছে বাইক দাও। কর্মীদের কাছে এবং দিল্লির কাছে নেতাদের গ্রহণযোগ্যতা নেই। নিজেদের প্রাসঙ্গিকতা রাখতে এসব করছে।’’ পঞ্চায়েত ভোটের আগে এভাবেই বাইকে গরম বঙ্গ রাজনীতি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal BJP, West Bengal BJP