হোম /খবর /কলকাতা /
'রাহুলের মন্তব্যে অপমানিত ওবিসিরা!' অভিযোগ তুলে রাজ্যজুড়ে প্রচারে নামছে বিজেপি

Bengal BJP: 'রাহুলের মন্তব্যে অপমানিত ওবিসিরা!' অভিযোগ তুলে রাজ্যজুড়ে প্রচারে নামছে বিজেপি

রাজ্যজুড়ে প্রচারে নামছে বিজেপি

রাজ্যজুড়ে প্রচারে নামছে বিজেপি

Bengal BJP: আদালত অপরাধী ঘোষণা করায় অবিলম্বে রাহুল গান্ধির কারাবাসের দাবি তুলেছে বঙ্গ বিজেপির ওবিসি মোর্চা।

  • Share this:

কলকাতা: রাহুল গান্ধির অবিলম্বে কারাবাস দাবি করে রাজ্যজুড়ে প্রচারে নামছে বিজেপির ওবিসি মোর্চা। বিজেপির দাবি, প্রধানমন্ত্রী সহ ওবিসি সমাজকে অপমান করেছেন রাহুল। আদালত অপরাধী ঘোষণা করায় অবিলম্বে রাহুল গান্ধির কারাবাসের দাবি তুলেছে বঙ্গ বিজেপির ওবিসি মোর্চা।

আগামী ৬ এপ্রিল থেকে ৯ দিন "গ্রামে গ্রামে চলো, ঘরে ঘরে চলো" কর্মসূচি রয়েছে ওবিসি মোর্চার। এই কর্মসূচিতেই রাহুল গান্ধির বিরুদ্ধে সরব হবে ওবিসি মোর্চা। ১৪ই এপ্রিল বিভিন্ন সরকারি দফতরের সামনে হবে ধরনা ও বিক্ষোভ প্রদর্শন।

 

সুরাটের একটি আদালত রাহুল গান্ধিকে দু' বছর কারাদণ্ড দেওয়ায় সংসদের আইন অনুসারে রাহুল গান্ধির সাংসদ পদ বাতিল করার নির্দেশ দিয়েছেন লোকসভার অধ্যক্ষ। রাহুলের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করতে গিয়ে গোটা মোদি সম্প্রদায়কে অসম্মান করেছেন। এই মামলায় সুরাটের নিম্ন আদালত, রাহুল গান্ধিকে ২ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়। এই রায়ের জেরেই সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুলকে।

আরও পড়ুন, বাড়বে বিপত্তি! সাজা বহাল থাকলে পরবর্তী লোকসভা নির্বাচনে রাহুলের বয়স হবে ৬৩

আরও পড়ুন, দুয়ারে সরকার নিয়ে বিকেলে উচ্চপর্যায়ের জরুরি বৈঠক মুখ্যসচিবের, বাড়ছে জল্পনা

এদিন রাহুল গান্ধি বলেছেন, "যদি কেউ ভাবে আমার সংসদ পদ ত্যাগ করে, জেলে ঢুকিয়ে ভয় পাইয়ে দেবে। তাহলে সেটা ভুল ধারনা। আমি দেশের লোকতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব। আমি সবসময় সত্যি কথা বলি। আমাকে মারধর করে জেলে ঢুকিয়ে দিক, তাও আমি বলে যাব। এই দেশ আমাকে সব কিছু দিয়েছে।"

Published by:Suvam Mukherjee
First published:

Tags: BJP