• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • প্রতিবাদের খবর সম্প্রচারিত হতেই বেহালার নস্করপাড়ায় নিকাশির কাজ শুরু করল পুরসভা

প্রতিবাদের খবর সম্প্রচারিত হতেই বেহালার নস্করপাড়ায় নিকাশির কাজ শুরু করল পুরসভা

 • Share this:
  নিউজ এইটিন বাংলার খবরের জের। বেহালার নস্করপাড়ায় নিকাশির কাজ শুরু করল পুরসভা। বর্ষার জমা জলের প্রতিবাদে পঞ্চমীর দিনে প্রতিবাদ করেছিলেন একশো সাতাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। সেই খবর সম্প্রচার করেছিল নিউজ এইটিন বাংলা। রাঙাভাঙা চাঁদ নাকি ভ্রান্তিবিলাস। শহরে তখন পুজোর মরশুম। কিন্তু কলকাতা পুরসভার একশো সাতাশ নম্বর ওয়ার্ডের নস্কারপাড়া ছিল উৎসব থেকে বঞ্চিত। সরশুনা লাগোয়া এই অঞ্চলের অপর্না, দেবস্মিতাদের মা দুর্গার সামনে প্রতিবাদের হাতিয়ার ছিল মোমের আলো। প্রতিবাদ বর্ষার জমা জলে জীবনযুদ্ধের। এ যেন নতুন সূর্য। বেহালার নস্করপাড়ায় আজ যুদ্ধজয়ের দিন। শুরু নিকাশির কাজ। এলাকার সিপিএম কাউন্সিলর নীহার ভক্তের দাবি, কলকাতা পুরসভার প্রান্তিক এই ওয়ার্ডে শুরু হবে ভূগর্ভস্থ নিকাশির কাজ।
  First published: