#বারাসত: তিন লক্ষ টাকা দিলে কলকাতা পুলিশের চাকরির টোপ।টোপ দিলেন শাসন থানার পাকদা গ্রামের ভুয়ো সি আই ডি অফিসার মোঃ আব্দুল হালিম । 2014 সালে বারাসাত একটি বেসরকারি কম্পানি কাজ করার সময় বারাসাত কাজিপাড়া এক যুবক আমজাদ আলী সঙ্গে পরিচয় , আর আমজাদের কাছ থেকে কলকাতা পুলিশের চাকরির টোপ ।আমজাদিই পরিচয় করিয়ে দেই ভুয়ো সি আই ডি আব্দুল হালিম সঙ্গে ।
দু দফাই এক লক্ষ সাত্তার হাজার টাকা হাতিয়ে নেই,তার পর থেকে তিন বছর হয়ে গেলে টাকা চাইতে গেলে প্রাণের মারার হুমকি নদিয়া আব্দুল আলী বিশ্বাসের । ইতিমধ্যেই বারাসাত এবং শাসন থানায় অভিযোগ করতে এসে ফিরতে হয় খালি হাতে , শেষ মেষ উত্তর চব্বিশ পরগনা এস পি দ্বারস্থ হয় বারাসাত আদালতে অভিযোগ দায়ের ৪০৬, ৫০৬,২২০,৩৪ ধারাই অভিযোগ হই ভুয়ো সি আই ডি ও মুখ্যমন্ত্রী ভুয়ো পি এর আব্দুল হাকিম নামে ।
এখন দেখার উত্তর চব্বিশ পরগনা পুলিশ কি ভুমিকা নেই ভুয়ো সি আই ডি ও মুখ্যমন্ত্রী ভুয়ো পি এ নামে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।