#কলকাতা: গণহারে ব্যাঙ্ক প্রতারণা শহরে। দক্ষিণ কলকাতার গোলপার্ক, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবরের একাধিক প্রতারণার অভিযোগ উঠেছে। তবে কীভাবে প্রতারণা তা এখনও স্পষ্ট নয়। বেশিরভাগ ক্ষেত্রেই এটিএম থেকে লোপাট করা হয়েছে টাকা।
এটিএম কার্ড ব্যাগে। কিন্তু, হঠাৎ মোবাইলে টাকা তুলে নেওয়ার এসএমএস। দফায় দফায় কখনও ১০ হাজার, কখনও ২০ হাজার টাকা তুলে নেওয়ার মেসেজ ৷ এমন মেসেজই এখন আতঙ্ক গ্রাহকদের কাছে। গণহারে ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ উঠেছে শহরের বিভিন্ন এলাকার মানুষের থেকে।
আরও পড়ুন
ফের দুর্দান্ত একটি ফিচার আনল হোয়াটসঅ্যাপ, আজ থেকেই করুন ব্যবহার
এটিএম কার্ড নিজের কাছে থাকা সত্ত্বেও অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা ৷ প্রতারণার অভিযোগ করেছেন কলকাতার গোলপার্ক, গড়িয়াহাট, রবীন্দ্র সরোবরের একাধিক ব্যাঙ্ক গ্রাহকের ৷ প্রতারণার শিকার হয়েছেন পার্ক স্ট্রিট, তিলজলা, বেনিয়াপুকুর-সহ কয়েকটি জায়গার গ্রাহকেরা ৷ শুধু গড়িয়াহাট এলাকা থেকেই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৩৫ জন গ্রাহক অ্যাকাউন্ট থেকে টাকা চুরির অভিযোগ জানিয়েছেন ৷
আরও পড়ুন
অসম NRC: ‘এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়’, জানাল বাংলাদেশ
উল্লেখ্য, তদন্তে নেমে জানা গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দিল্লির বিভিন্ন এলাকার এটিএম ব্যবহার করে তুলে নেওয়া হয়েছে কলকাতার গ্রাহকদের টাকা ৷ এটিএম কার্ডের তথ্য ক্লোন করে টাকা লোপাট? নাকি ওয়ান টাইম পাসওয়ার্ড হাতিয়ে প্রতারণা? ধোঁয়াশায় ব্যাঙ্ক কর্তৃপক্ষও। প্রতারণার ফাঁদে পড়ে টাকা খুইয়েছেন অনেকে। আতঙ্কে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাকি গ্রাহকেরাও ৷ ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank Fraud, Canara Bank Fraud, Kolkata, Kolkata Bank Fraud