#কলকাতা: এক ক্লিকে উধাও টাকা। এভাবে প্রতিদিন কলকাতা-সহ রাজ্যের লক্ষাধিক ব্যাঙ্ক গ্রাহককে লুঠছে ব্যাঙ্ক জালিয়াতরা। অভিযোগ প্রলোভনের লিঙ্ক পাঠিয়ে হাতিয়ে নিচ্ছে গ্রাহকদের তথ্য। বিশেষজ্ঞদের দাবি, গ্রাহকদের লুঠতে আধুনিক প্রযুক্তিই হাতিয়ার জালিয়াতদের।
এভাবেই রোজ এসএমএস আসছে আমরা আপনার মোবাইল ফোনে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞদের দাবি, মূলত ম্যালওয়্যারকে কাজে লাগিয়ে কলকাতা-সহ রাজ্যে কাজ করছে এক বিরাট ব্যাঙ্ক জালিয়াতি চক্র। গত কয়েকমাসে নানা টোপের মাধ্যমে তারা লুঠেছে রাষ্ট্রায়াত্ত্ব ব্যাঙ্কের লক্ষাধিক গ্রাহককে। অভিযোগ, বিভিন্ন টোপের পাশাপাশি মোবাইল ফোনের সিম ক্লোন করে গ্রাহকদের তথ্য হাতাচ্ছে প্রতারকরা। বিশেষজ্ঞদের দাবি, আধুনিক প্রযুক্তিকে হাতিয়ার করেই কলকাতা-সহ রাজ্যে সক্রিয় জালিয়াতরা। অনেকসময় ব্যাঙ্কের নাম নিয়ে ফোন করে ফোন নম্বরও চাওয়া হচ্ছে ৷ এদিকে অদ্ভূতভাবে আপনাকে ফোন করাই হয়ছে ৷ যদি ফোন নম্বরই না থাকে, তাহলে আর আপনাকে ফোন কীভাবে করা হচ্ছে ৷ বিশেষজ্ঞদের অবশ্য দাবি, একটু সতর্ক থাকলে জালিয়াত চক্রের ভুল ধরা সম্ভব। যে সব ‘ভুয়ো’ এসএমএস এখন প্রায়ই গ্রাহকরা পাচ্ছেন, তার কিছু উদাহরণ নিচে দেওয়া হল ৷