Bangla Sangeet Mela-2019: দেখে নিন এবারের বাংলা সঙ্গীতমেলায় সম্মান পেলেন যে গুণিজনেরা

Bangla Sangeet Mela-2019: দেখে নিন এবারের বাংলা সঙ্গীতমেলায় সম্মান পেলেন যে গুণিজনেরা

গোটা ঘটনাই ঘটল বুধবার সন্ধে নাগাদ, নজরুল মঞ্চে ৷

  • Share this:

#কলকাতা: গোটা ঘটনাই ঘটল বুধবার সন্ধে নাগাদ, নজরুল মঞ্চে ৷ উদ্দেশ্য ‘বাংলাসঙ্গীত মেলা’র সম্মান প্রদানের অনুষ্ঠান ৷ যেখানে সম্মান জানানো হল বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের ৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারের বাংলা সঙ্গীত সম্মান পেলেন,

সঙ্গীত সম্মান পেলেন,

উস্তাদ আশিস খান

ডক্টর শ্রীকুমার চট্টোপাধ্যায়

দীপঙ্কর চট্টোপাধ্যায়

বিভা সেনগুপ্ত

সোমলতা আচার্য

রঞ্জন প্রসাদ

মিতা চট্টোপাধ্যায়

মধুরিমা দত্ত চৌধুরী

চন্দন রায় চৌধুরী

মনোজ মুরলি নায়ার

নজমুল হক

সিদ্ধার্থ চট্টোপাধ্যায়

সন্তোষ কুমার বর্মন

রিনা দাস

তারাদেবী মাহাতো

সুবল দা, বৈরাগ্য

লক্ষ্মীরাম মুর্মু

খান্ডেকর মুজিবর রহমান

সঙ্গীত মহা সম্মান পেলেন,

গৌতম ঘোষ

পরীক্ষিত বালা

জয়া বিশ্বাস

কৌশিকী চক্রবর্তী

বিশেষ সঙ্গীত মহা সম্মান পেলেন,

জিৎ গঙ্গোপাধ্যায়

অভিজিৎ ভট্টাচার্য

কুমার শানু

উষা উত্থুপ

First published: 07:30:23 PM Dec 04, 2019
পুরো খবর পড়ুন
अगली ख़बर