হোম /খবর /কলকাতা /
শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে,রবি-সোমবার ভারী বৃষ্টি উপকূলীয় জেলাগুলিতে

Weather Update: শনিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, রবি ও সোমবার ভারী বৃষ্টি উপকূলীয় জেলাগুলিতে

File Photo

File Photo

West Bengal Weather Forecast: দক্ষিণবঙ্গেই কার্যত বৃষ্টির ভ্রুকুটি । পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল, শনিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছবে ঘূর্ণাবর্ত।

  • Last Updated :
  • Share this:

বিশ্বজিৎ সাহা, কলকাতা: দক্ষিণবঙ্গে আজ, শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। মেঘলা আকাশ, বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (South Bengal Rain Forecast)। আজ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। রবি ও সোমবারে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে  ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টি। এর ফলে বেশকিছু জেলার নিচু এলাকায় জল জমে যেতে পারে। শস্য ক্ষতি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর (Alipore Weather Office) ৷

আজ, শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদীয়া জেলায়। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদীয়া জেলায়।

মধ্যপ্রদেশের নিম্নচাপ ক্রমশ শক্তি হারাচ্ছে। একটি অক্ষরেখা আরব সাগর থেকে মধ্যপ্রদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত ৷ যেটি গুজরাত ও রাজস্থানের উপর দিয়ে গিয়েছে। এই অক্ষরেখার মাধ্যমে আরব সাগর থেকে জলীয়বাষ্প ঢুকে নিম্নচাপটি-কে আবার সক্রিয় করতে পারে।

আরও পড়ুন- সুখবর! ন্যাশনাল হেলথ মিশনের আওতায় শীঘ্রই ৫০০০ সহায়ক নার্স নিয়োগ! আজই আবেদন করুন...

মৌসুমী অক্ষরেখা ভুবনেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।কলকাতায় আংশিক মেঘলা আকাশ । তাপমাত্রা সামান্য বাড়বে। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৮ থেকে ৯৮ শতাংশ।

মৌসুমী অক্ষরেখা সক্রিয় হবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। একইসঙ্গে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায়। শনিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। রবি ও সোমবার মেঘলা আকাশ দিনভর দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উপকূলের দুই জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর পাওয়া উপহার এ বার নিলামে, ভবানী দেবীর ফেন্স ও কৃষ্ণ নাগরের র‍্যাকেটের দর ছুঁয়েছে ১০ কোটি!

দক্ষিণবঙ্গেই কার্যত বৃষ্টির ভ্রুকুটি । পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের ওপরে ঘূর্ণাবর্ত রয়েছে। আগামিকাল, শনিবার ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে পৌঁছবে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর থেকে দিঘা হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । আগামী তিনদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হবে। আগামিকাল, শনিবার বৃষ্টি বেশি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে। এ ছাড়া বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে । রবিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ও দক্ষিণ ২৪ পরগনা-সহ বেশকিছু জেলায় ভারী বৃষ্টি হবে। কলকাতা-তে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দু-এক জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে।উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং জেলায় আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সর্তকতা থাকছে। বাদবাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Weather Report, Weather Update