কলকাতা: টানা দুই তিনদিন ধরে বেশ কয়েক ঘন্টা করে লোডশেডিং। গত দু'দিন ধরে কার্যত দুই চোখের পাতা এক করতে পারেনি কলকাতার ৯৩ নম্বর ওয়ার্ডের যোধপুর পার্ক অঞ্চলের গোবিন্দপুর ও দাসপুর এলাকার বাসিন্দারা। সমস্যা সমাধান করার উদ্যোগ নিতে মাঝরাতে কাউন্সিলর মৌসুমি দাসকে ঘুম থেকে তুলে আনল এলাকার বাসিন্দারা। আটক করে রাখা হয় সিইএসসি-র গাড়ি। শেষে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার কাজে প্রচেষ্টা শুরু করেন কাউন্সিলর।
এলাকার মানুষের অভিযোগ, এত গরমের মধ্যে টানা লোডশেডিং হচ্ছে। বিশেষ করে বাচ্চা, বয়স্ক ও অসুস্থ মানুষেরা সব চাইতে বেশি সমস্যায় পড়ছেন। একজনের মৃত্যুও হয়েছে বলেও দাবি। অথচ কেউ এই সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেনি। সিইএসসি-র তরফে দায়সারা কাজ হচ্ছে। ফলে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হলেও কোনও স্থায়ী সমাধান নেই। কিছুক্ষণ পর আবার লোডশেডিং হয়ে যাচ্ছে। বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। প্রথমে সিইএসসি-র গাড়ি দীর্ঘ সময় ধরে আটক করে রাখে তাঁরা। তাঁদের দাবি, স্থায়ী সমাধান করতে হবে। বেশ কয়েক বছর ধরেই এখানে গরম কালে লোডশেডিং হয়ে থাকে।
আরও পড়ুন: চিঠিতেই চরম বিপদ, হাইকোর্ট বলতেই বিরাট পদক্ষেপ CBI-এর! জেলে দিনের বেলায় যা হবে...
এলাকার মানুষ জানাচ্ছে যখন এখানে কম বসতি ছিল তখন যে পরিকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ হতো এখনো সেই একই পরিকাঠামোতে বিদ্যুৎ সরবরাহ হয়ে চলেছে যদিও এলাকার জনসংখ্যা অনেক বেড়েছে ফলে বিদ্যুৎ ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, "সকাল থেকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠছেন। তারই মধ্যে স্কুল, কলেজ, অফিস কাছারি করতে হচ্ছে। বাড়িতে এসে যে একটু বিশ্রাম নেবেন তার উপায় নেই। বিদ্যুৎ না থাকার জন্য বাড়ি ফিরেও ভোগান্তি হচ্ছে। তীব্র গরম থাকলেও পাখা চালানোর যো নেই। যে সব অসুস্থ মানুষের এসি প্রয়োজন তাঁরাও সেটা ব্যবহার করতে পারছেন না। এমনকি মোবাইলটাও চার্জ দিতে হচ্ছে অফিসে গিয়ে। আর বাচ্চাদের পড়াশোনাও লাটে উঠেছে। অথচ বার বার বলা সত্ত্বেও কারও কোনও মাথা ব্যাথা নেই। তাই খুব স্বাভাবিক কারণেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। এত টাকা দিয়েও যদি পরিষেবা না পাওয়া যায় তাহলে মানুষ কোথায় যাবে?"
আরও পড়ুন: এ কোন অনুব্রত মণ্ডল! দিল্লির আদালতে যা বললেন, চোখ কপালে উঠল সকলের! বড় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত
কাউন্সিলর জানিয়েছেন, পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। সমস্যা সমাধানে তিনি উদ্যোগ গ্রহণ করে সিইএসসি-র সংশ্লিষ্ট আধিকারিকদের পদক্ষেপ করার কথাও বলেছেন। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। প্রয়োজনে আগামিদিনে সিইএসসি দফতরের সামনে বিক্ষোভ দেখাবেন তাঁরা, এমনটাও জানিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, West Bengal news