কলকাতা: এবার লেদার কমপ্লেক্স থানায় অভিনব প্রেম কাহিনি ও খুনের কিনারা করল। ১৬ বছরের প্রেমিকা ৩০ বছরের প্রেমিকার সঙ্গে পালাবে বলে কথা ছিল ২৭ মার্চ। প্রেমিক তুফান প্রামাণিক কথা দিয়েছিল মেয়েটিকে বিয়ে করবে। মেয়েটিকে ধাপা এলাকাতে একটি জঙ্গলে আসতে বলে ছেলেটি। মেয়েটি আগে থেকে বলে রেখেছিল তার জন্য দুটি শাড়ি কিনে রাখতে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেয়েটি সেই জায়গায় পৌঁছে দেখে, ছেলেটি শাড়ি নিয়ে যায়নি। ব্যস, প্রচুর রাগ হয় মেয়েটির।
সে প্রেমিককে জানিয়ে দেয়, আগে একবার মোবাইল রিচার্জ করতে বলেছিল। তখন করে দেয়নি। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। তবে সেই ঝগড়া সামান্য, মিটে গেলে দুজন শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই সময়ই মেয়েটির সঙ্গে তুমুল বিতন্ডা বাঁধে যুবকের। এরপরই মেয়েটির গলা টিপে শ্বাস রোধ করে খুন করে অভিযুক্ত যুবক।
আরও পড়ুন: নিজের চাকরি স্ত্রীকে, পরকীয়ায় জড়িয়ে স্বামীর সঙ্গেই যা করলেন স্ত্রী! এমন ঘটনা শোনেননি আগে
আরও পড়ুন: 'এই ৪ লোকসভা আসন আমি জেতাবই', শুভেন্দুর বিরাট দাবি! তুললেন বাম-দুর্নীতির প্রসঙ্গও
এই অবস্থায় মেয়েটির দেহ ওই জায়গাতে ছেড়েই পালিয়ে যায় ছেলেটি। এরপর তদন্তে নামে পুলিশ। মোবাইল টাওয়ার অনুসরণ করে তুফানকে ধরে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে আসল ঘটনা। পুলিশের জেরার মুখে খুনের বিষয়টি স্বীকার করে নেয় অভিযুক্ত।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।