হোম /খবর /কলকাতা /
'কলেজে সমস্যা, কাজ করতে পারছি না',চাকরি থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

'কলেজে সমস্যা, কাজ করতে পারছি না', চাকরি থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়

Photo Collected

Photo Collected

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: চাকরি থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রীকে ই-মেল করে ইস্তফা পত্র পাঠালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। মিলি আল-আমিন গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন তিনি। কলেজের সমস্যার জেরে ইস্তফা বলে দাবি বৈশাখীর। কলেজের উর্দ্ধতন কর্তৃপক্ষ কাজ করতে বাধা দিচ্ছেন৷

    আরও পড়ুন‘আমি না, গণতন্ত্র অপমানিত...!’ বিধানসভার গেট বন্ধ থাকায় ক্ষোভপ্রকাশ রাজ্যপালের

    প্রতিদিনই এই সমস্যার সম্মুখিন হয়েছিলেন তিনি৷ কলেজের তহবিলে টাকা নেই, জানিয়েছেন তিনি৷ এর জেরে কোনও কাজে তিনি এগোতেও পারছেন না৷ এই সব সমস্যার কথা তিনি বারবার শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন, দাবি বৈশাখীর৷ কোনও কাজ না হওয়ায় ইস্তাফা দিতে তিনি বাধ্য হলেন বলে জানালেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়৷

    First published:

    Tags: Baishakhi Banerjee, Milli Al-Ameen College for Girls