#কলকাতা: সংসার খরচের টাকা দেওয়া নিয়ে বাবা ও ছেলের ধুন্ধুমার। ছেলেকে ভয় দেখাতে শূন্যে গুলি চালানোর অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বাগুইআটির দেশবন্ধুনগরে। দু'জনকেই গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে বন্দুক।
পারিবারিক কোন্দল। তার মাঝেই চলল গুলি। বাগুইআটির দেশবন্ধুনগরের বাসিন্দা অনুপ কুমার সোম মাছ ব্যবসায়ী। তাঁর বড় ছেলে অপূর্ব হোমিওপ্যাথি চিকিৎসক। সংসার খরচ নিয়ে প্রায়ই বাবা-ছেলের অশান্তি বাধে। বৃহস্পতিবার তা চরম আকার নিল। সংসারে ছেলের টাকা দেওয়া নিয়ে বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, রড দিয়ে ছেলে অপূর্বর মাথা ফাটিয়ে দেন বাবা অনুপ। পাল্টা বাবাকে মারধর করেন ছেলে। বাধা দিতে গেলে ছেলের হাতে আক্রান্ত হন তাঁর মা শম্পা সোমও। এরপর ছেলেকে ভয় দেখাতে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে তিন রাউন্ড গুলি চালায় বাবা।
ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মা শম্পা সোমও। একে অপরের বিরুদ্ধে বাগুইআটি থানায় অভিযোগ করেন বাবা ও ছেলে। দু’জনকেই গ্রেফতার করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয় বন্দুকটি।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।