#কলকাতা ও বাগদা: দুর্নীতি কাণ্ডে চাপে রয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এই পরিস্থিতিতে বাগদায় বিএসএফ জওয়ানদের হাতে গৃহবধূর ধর্ষণের ঘটনাকে পাল্টা হাতিয়ার করছে রাজ্যের শাসক দল৷ ইতিমধ্যেই বাগদা ধর্ষণ কাণ্ডে দুই বিএসএফ জওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনার প্রতিবাদে আগামিকাল, রবিবার বাগদায় সভা করবে তৃণমূল কংগ্রেস৷ সেই সভায় উপস্থিত থাকতে পারেন দলের রাজ্য নেতারাও৷
গত বৃহস্পতিবার রাতে বনগাঁ বাগদা সীমান্তে পাঁচ বছরের মেয়ের সামনেই এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে দুই বিএসএফ জওয়ানের বিরুদ্ধে৷ এই ঘটনা প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল৷ শাসক দলের অভিযোগ, কেন্দ্রীয় সরকার যেভাবে একতরফা সিদ্ধান্তে বিএসএফ-এর নিয়ন্ত্রণে থাকা এলাকার পরিধি বাড়িয়েছে, তাতে এমন ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে৷
বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এ দিন বাগদা সীমান্তেক জিৎপুরে গিয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন৷ বিএসএফ-এর পরিধি বৃদ্ধি নিয়ে সরব হন তিনি৷
আরও পড়ুন: ঝাঁ চকচকে বিশাল বাড়ি, কোটি টাকার জমি! CBI স্ক্যানারে অনুব্রতর ড্রাইভার আনারুল
তৃণমূলের তরফে ট্যুইটারে লেখা হয়, 'বিজেপি-র অপশাসনে আমাদের দেশ মহিলারা আরও বেশি করে নিরাপত্তাহীন হয়ে পড়ছেন৷ মিস্টার অমিত শাহ, আপনার অধীনে থাকা বিএসএফ অফিসার এবং জওয়ান মিলে একজন মহিলাকে ধর্ষণ করেছে৷ কাউকে কিছু জানালে তার ফল খারাপ হবে বলে হুমকিও দেওয়া হয়৷ এটা সত্যিই আত্মনির্ভর ভারতের উজ্জ্বল উদারহরণ৷'
Indian women ARE NOT SAFE under @narendramodi ji's watch! The Prime Minister gives lengthy speeches on Nari Shakti and respecting women when the reality is very, very different. Who are you trying to fool, Mr Modi? Hear from @DrShashiPanja 👇 pic.twitter.com/kxqv8Z5USS
— All India Trinamool Congress (@AITCofficial) August 27, 2022
তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ট্যুইটারে লেখেন, 'দু' জন বিএসএফ জওয়ান মিলে একজন গৃহবধূকে যৌন হেনস্থা করেছেন এবং কাউকে কিছু না জানানোর হুমকিও দিয়েছেন৷ বিএসএফ-এর পরিধি বৃদ্ধির বাস্তব ফল কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনা তার প্রমাণ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রক্ষকরা ভক্ষক হয়ে উঠলে তার দায় কে নেবে? হ্যাঁ আমরা শুধু নীরবতাই শুনতে পাচ্ছি৷'
সূত্রের খবর, দালালের সাহায্য নিয়ে নির্যাতিতা মহিলা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার সময়ই তাঁদের আটক করেন অভিযুক্ত দুই বিএসএফ জওয়ান৷ এর পর প্রলোভন দেখিয়ে নির্জন একটি চাষের মাঠে নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করা হয়৷ ধৃত দুই বিএসএফ জওয়ানকে আজ বনগাঁ আদালতে তোলা হয়৷ তাঁদের সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে৷ নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করিয়েছে পুলিশ৷ অভিযুক্ত দুই জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে বিএসএফ৷
বিজেপি-র সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অবশ্য বলেন, 'কাশ্মীরে বিএসএফ-এর বিরুদ্ধে এমন বহু মিথ্যে অভিযোগ উঠেছে৷ কিন্তু এক্ষেত্রে কী হয়েছিল, তা খতিয়ে দেখা দরকার৷ এরকম হয়ে থাকলে তা সত্যিই ভয়ঙ্কর অপরাধ৷'
সহ প্রতিবেদন- অনিরুদ্ধ কীর্তনীয়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।