#কলকাতা: টালিগঞ্জ থেকে গড়িয়া,কামালগাজি। ব্যস্ততম নেতাজি সুভাষ বোস রোডের জায়গায় জায়গায় খানাখন্দ। বর্ষায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। বেহাল দশা সল্টলেক সেক্টর ফাইভের রিং রোডেরও।বেহাল রাস্তায় পদে পদে বিপদ। কামালগাজি থেকে তেতুলতলা হয়ে গড়িয়া বাসস্ট্যান্ড যাওয়ার নেতাজি সুভাষ বোস রোড। গোটা রাস্তাই খানাখন্দে ভরা। জোড়াতালি দিয়ে মেরামতির চেষ্টা হলেও বৃষ্টিতে কঙ্কালসার অবস্থা বেরিয়ে পড়েছে।এই এনএস বোস রোড দিয়ে একাধিক রুটের বাস চলে। দুর্ঘটনা আর বিকল হওয়ার আশঙ্কা নিয়েই গাড়ি, অটো, বাইকের নিত্যদিনের যাতায়াত। এই রাস্তারই গড়িয়ার ৬ নং বাসস্ট্যান্ড থেকে টালিগঞ্জগামী প্রায় এক কিলোমিটার অংশেরও বেহাল দশা। ফি বর্ষাতেই বাড়ে ভোগান্তি।
একই দশা শহরের তথ্য প্রযুক্তি তালুক সেক্টর ফাইভেরও। রিং রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তায় বর্ষায় তৈরি হয়েছে বড়বড় গর্ত ৷ প্রতি বর্ষাতেই রাস্তার বেহাল দশা। কোনওরকমে জোড়াতালি দিয়ে কাজ চালানোর চেষ্টা। কবে হবে রাস্তার চিকিৎসা?
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।