#কলকাতা: মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়৷ রাজ্য মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বালিগঞ্জের বিধায়ক৷ এর পাশাপাশি মন্ত্রী হচ্ছেন উদয়ন গুহ, বিপ্লব রায় চৌধুরী, প্রদীপ মজুমদার, সত্যজিৎ বর্মন, স্নেহাশিস চক্রবর্তী, পার্থ ভৌমিক এবং তাজমুল হোসেন৷ এর পাশাপাশি প্রতিমন্ত্রী থেকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বীরবাহা হাঁসদা৷
আজই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে৷ মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, পাঁচ থেকে ছ' জনকে নতুন করে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে৷
এসএসসি দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর মন্ত্রিত্ব থেকে তাঁকে অব্যাহতি দেন মুখ্যমন্ত্রী৷ এর পরেই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের ঘোষণা করেন মমতা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বেশ কয়েকজন মন্ত্রী দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দলের কাজে লাগানো হবে৷ যদিও মন্ত্রিসভা থেকে কাদের বাদ দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়৷ মন্ত্রিসভায় যাঁরা জায়গা পেতে চলেছেন, তাঁরা প্রত্যেকেই ইতিমধ্যে রাজ ভবনে শপথ গ্রহণের জন্য পৌঁছেছেন৷
আরও পড়ুন: রাজ্যের সিআইডি আধিকারিকের তদন্তে বাধা! প্রতিবাদে রাজ্যসভা বয়কট করল তৃণমূল
বিজেপি এবং আসানসোলের সাংসদ পদ ছাড়ার পর হঠাৎই তৃণমূলে যোগ দিয়েছিলেন বাবুল সুপ্রিয়৷ সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ কেন্দ্র থেকে বাবুলকে টিকিট দেয় তৃণমূল৷ সহজেই জয় পান তিনি৷ বাবুলকে জাতীয় স্তরে দলের মুখপাত্রও করা হয়৷ এবার আরও বড় দায়িত্ব দেওয়া হল বাবুলকে৷
এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন বাবুল৷ নগরোন্নায়ন, শিল্পের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছেন তিনি৷ পাশাপাশি পার্থ ভৌমিক, স্নেহাশিস চক্রবর্তীর মতো যাঁদের মন্ত্রিসভায় আনা হল, তাঁদের দীর্ঘদিন সংগঠনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে৷ পাশাপাশি এঁরা প্রত্যেকেই তরুণ মুখ৷ রাজ ভবনে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷
সূত্রের খবর, যে আটজন আজ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তাঁদের মধ্যে অন্তত পাঁচজন পূর্ণ মন্ত্রী হবেন৷ পূর্ণ মন্ত্রী হচ্ছেন বাবুল সুপ্রিয়, স্নেহাশিস চক্রবর্তী৷নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo