#কলকাতা: বিধানসভা নির্বাচনের আগে কি পশ্চিমবঙ্গে জারি হবে ৩৫৬ ধারা? ফের সেই জল্পনা উস্কে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷ রাজ্যে বিজেপি কর্মীদের উপর অত্যাচারের প্রসঙ্গ তুলে আসানসোলের বিজেপি সাংসদ বলেছেন, হিংস্র সরকারের জন্য কী দাওয়াই প্রয়োগ করতে হবে তা সংবিধানেই বলা আছে৷
রাজ্যে বিজেপি কর্মীদের উপরে অত্যাচারের প্রসঙ্গ তুলে সংবাদসংস্থা এএনআই-কে বাবুল বলেছেন, 'দিনের পর দিন বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে৷ দিদি যদি মনে করেন যে কেন্দ্রতে দুর্বল সরকার রয়েছে তাহলে বিরাট বড় ভুল করছেন৷ বিজেপি-কে কিছু করতে হবে না, এরকম হিংস্র সরকারের জন্য কী দাওয়াই প্রয়োগ করতে হবে তা সংবিধানেই বলা আছে৷ সে রাস্তাটাও অসম্ভব নয়৷ দিদি যেন মনে না করেন এই ছ' মাসে উনি অত্যাচার চালিয়ে ভয় পাইয়ে মানুষকে ভোট বাক্স থেকে দূরে রাখবেন৷
যদিও বাবুলের এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব৷ তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, না জেনেই ৩৫৬ ধারার কথা বলছেন বাবুল৷ তাঁর পাল্টা দাবি, ৩৫৬ ধারা জারির আগে ৩৫৫ ধারায় রাজ্যকে সতর্ক করতে হয় এবং নির্দিষ্ট কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়৷ তাছাড়া পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের মতো নয় বলেও দাবি করেছেন তৃণমূল সাংসদ৷ উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখ করে বাবুলকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ৷ তবে একা সৌগত রায় নন, কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও জানিয়েছেন রাজ্যের বর্তমান পরিস্থিতি ৩৫৬ ধারা জারি করার মতো নয়৷ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অবশ্য দাবি, তৃণমূলের সুবিধে করে দিতেই রাষ্ট্রপতি শাসন জারির কথা বলছেন বিজেপি নেতারা৷
তবে শুধু ৩৫৬ ধারা জারি নয়, বাবুল সুপ্রিয় এ দিন আরও দাবি করেছেন, আগামী বিধানসভা নির্বাচনে রাজ্যে ২০০-র বেশি আসন পাবে বিজেপি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo, BJP, TMC