#কলকাতা: চৈত্রের কাঠফাটা গরম৷ তবে সকাল থেকেই বাবুল সুপ্রিয় ঠান্ডা ঠান্ডা কুল কুল মেজাজে৷ নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন বুথে বুথে ঘুরেছেন৷ মান্না দে-র গান গেয়ে ভোটারদের ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন৷ সবশেষে বেলা কিছুটা গড়াতে গরম কচুরি- সিঙারায় মজলেন বালিগঞ্জের তৃণমূল প্রার্থী৷
তবে সকাল থেকে একজন অবশ্য ঘন ঘন বাবুলের খোঁজ নিয়েছে! ভোটের জটিল অঙ্ক না বুঝলেও সদ্য স্কুলে ভর্তি হওয়া একরত্তি ফোনে বার বার জানতে চাইছে, 'বাবার জিন্দাবাদ কেমন চলছে!'
আরও পড়ুন: বারাবণীতে তুলাকালাম, অগ্নিমিত্রার গাড়িতে হামলা, বিক্ষোভ! নিরাপত্তারক্ষীদের সঙ্গে হাতাহাতি
বালিগঞ্জের উপনির্বাচনে জয়ের বিষয়ে তিনি যে নিঃসংশয়, সকাল থেকেই খোশমেজাজে থেকে তা বুঝিয়ে দিয়েছেন বাবুল৷ এমন কি, কেন্দ্রীয় বাহিনী তাঁকে সাউথ পয়েন্ট স্কুলের বুথে ঢুকতে না দিলেও মেজাজ হারাননি৷ বরং গলা ছেড়ে মান্না দে-র 'আমার সারাটাদিন কী ভাবে কেটে যায়, শুধু তুমি তুমি করে' গেয়ে শুনিয়েছেন দলের কর্মী, সমর্থকদের৷
আরও পড়ুন: আসানসোলে অগ্নিমিত্রার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, কড়া নির্দেশ দিল কমিশন
ফোনে অবশ্য দলের সিনিয়র নেতা ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিদের সঙ্গে বার বার কথা হয়েছে বাবুলের৷ সকাল থেকে বালিগঞ্জে ভোট দানের হার ছিল কম৷ তবে তাতেও উদ্বিগ্ন হয়ে পড়েননি বাবুল৷
বালিগঞ্জের বিভিন্ন এলাকায় ঘোরার সময় প্রয়াত মন্ত্রী ও এলাকার বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের পাড়া একডালিয়াতেও যান বাবুল৷ একটি বুথে কংগ্রেস প্রার্থীর সঙ্গে দেখা হয়ে যাওয়ায় সৌজন্য বিনিময়ও সেরে নেন৷ এসবেরই ফাঁকে চায়ের সঙ্গে সিঙারা, কচুরি দিয়ে প্রাতঃরাশ সারতে সারতে বাবুলের সরস মন্তব্য, 'আমি সিঙ্গার, তাই সিঙারা খাচ্ছি!'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo