corona virus btn
corona virus btn
Loading

কলকাতায় ৪টি রুটে অটো বন্ধে চরম ভোগান্তি যাত্রীদের

কলকাতায় ৪টি রুটে অটো বন্ধে চরম ভোগান্তি যাত্রীদের
  • Share this:

#কলকাতা: পারমিট নেই। তবু ইউনিয়নের মদতে বাড়ছে বেআইনি অটোর রমরমা। এই অভিযোগে পূর্ব ও দক্ষিণ-পূর্ব কলকাতার চারটি রুটে অটো বন্ধ রেখেছেন চালকরা। সপ্তাহের প্রথম দিনে ব্যস্ত সময়ে অটো বন্ধে চরম ভোগান্তিতে যাত্রীরা। কলকাতার ৪ রুটে অটো বন্ধ ৷ ব্যস্ত সময়ে অটো বন্ধে চরম হয়রানি ৷

সপ্তাহের প্রথম দিনেই চরম ভোগান্তি। পূর্ব ও দক্ষিণ-পূর্ব কলকাতার চার-চারটি রুটে একসঙ্গে বন্ধ অটো।

--শিয়ালদহ-ট্যাংরা রুটে অটো বন্ধ
--অটো বন্ধ ধাপা-শিয়ালদহ রুটেও --পার্ক সার্কাস-ধাপা রুটে বন্ধ অটো --বানতলা-শিয়ালদহ রুটেও অটো বন্ধ

চালকদের অভিযোগ, পরিবহণ দফতর ২০১৭ সালের পর থেকে নতুন অটোর পারমিট দেয়নি। তবু এই সব রুটে একশো কুড়িটির বেশি নতুন অটো ঢুকে গিয়েছে।ইউনিয়নের বিরুদ্ধে টাকা নিয়ে অবৈধ অটো চালানোর অভিযোগ চালকদের। একাধিক অভিযোগে কাজ না হওয়ায় সোমবার অটো বন্ধের সিদ্ধান্ত নেন সাড়ে চারশোর বেশি অটোচালক।

সকাল থেকেই ট্যাংরা থানার সামনে জড়ো হন অটোচালকরা। আইএনটিটিইউসি অনুমোদিত অটো ইউনিয়নের নেতাকে থানায় ডেকে আলোচনায় বসে পুলিশ।

আলোচনাতেও মেলেনি রফাসূত্র। সমস্যা সমাধান না হলে লাগাতার অটো বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন চালকরা।

First published: June 10, 2019, 4:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर