#কলকাতা: ফের শহরে অটো দৌরাত্ম্য। ছেলের সামনেই চলন্ত অটোয় মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার করায় এবার অন্য ভোগান্তি। ধৃতকে ছাড়ার দাবীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ গড়িয়া-টালিগঞ্জ রুটের অটো চলাচল। চরম বিপাকে যাত্রীরা।
বুধবার সন্ধে সাড়ে সাতটা। ছেলের সঙ্গে বাঁশদ্রোণীর ঊষা থেকে গড়িয়াগামী অটোয় ওঠেন মহিলা। তাঁর দাবি,
পায়ে ব্যথা। তাই পিছনে সিট না বসে চালকের পাশের সিটে বসেন তিনি। পিছনে ছিল তাঁর ছেলে। চলন্ত অটোতেই চালক তাঁর সঙ্গে অভব্য আচরণ শুরু করে। গড়িয়া মোড়ের কাছে জোর করে অটো দাঁড় করিয়ে দেন তিনি। তাঁর চিৎকারে ছুটে আসেন কর্তব্যরত সার্জেন্ট।
শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয় চালককে। রাতেই থানার সামনে জড়ো হয়ে যান কয়েকশো অটো চালক। এমনকি অভিযোগ জানানোর জন্য ওই মহিলার ছেলের উপরেও চড়াও হয় অটো চালকরা।
ধৃত চালকের মুক্তির দাবিতে শুক্রবার সকাল থেকে টালিগঞ্জ-গড়িয়া রুটের অটো বন্ধ করে দেওয়া হয়। নোটিস টাঙানো হয় ইউনিয়ন অফিসে। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
স্থানীয় কাউন্সিলরের হুঁশিয়ারিতেও পরোয়া করেনি অটো চালকরা।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Auto driver, Auto Union, Molestation