Susovan Bhattacharjee
#কলকাতা: তিনদিনে জমা পড়েছিল ৭০টি অভিযোগ। গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও হয়েগেছে ১৪ লক্ষ টাকার বেশি। এবার একটু স্বস্তি, ফিরে আসার পথে উধাও হয়ে যাওয়া টাকা। তাই অনেকের মুখে এখন লম্বা হাসি। বিভিন্ন ব্যাঙ্কের থেকে টাকা উধাও হলেও এখনও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কিছু গ্রাহকের অ্যাকাউন্টে ফিরে এসেছে টাকা। অন্য ব্যাঙ্কের তরফে গ্রাহকেরা যোগাযোগ করলে তাদের টাকাও যে তাড়াতাড়ি ফেরত পাওয়া যাবে তা জানিয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কের তরফে।যাদবপুরের বাসিন্দা দেবাশীষ রায়ের অ্যাকাউন্ট থেকে ১লা ডিসেম্বর উধাও হয় ১৫ হাজার টাকা। সব কিছু জেনে অভিযোগ দায়ের করেন যাদবপুর থানায়। এই মাসের ৭ তারিখ তার টাকা ফেরত পান। যদিও ব্যাঙ্কের তরফে এখনও কিছু টাকা পরে ফেরত পাবেন বলে জানানো হয়েছে । দেবাশীষ রায় টাকা ফেরত পরেও আস্থা রাখতে পাচ্ছেন না এটিএম কার্ডের উপর। বলছেন, প্রয়োজনে লাইনে দাড়িয়ে টাকা তুলব, সময় গেলে যাক। টাকা খুব দরকার হলে চেক ব্যবহার করব, তবু আর কোন অ্যাকাউন্টেই এটিএম ব্যবহার করব না। কষ্টের টাকা প্রতারকের হাতে তুলে দেব না।