#কলকাতা: সম্প্রতি একের পর এক এটিএম জালিয়াতির ঘটনা ঘটতেই জনসাধারণের সচেতনতার স্বার্থে কলকাতা পুলিশের টিপস, টাকা তোলার সময় শুধু স্ক্রিনে নয়, নজর রাখুন পিছন থেকে কেউ আপনার উপর নজরদারি চালাচ্ছে কিনা ৷ ব্যাঙ্কে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা তোলার চল এখন প্রায় উঠেই গিয়েছে ৷ এখন বেশির ভাগ মানুষই এটিএম থেকে টাকা তোলেন ৷ এটিএম থেকে ২৪ ঘণ্টা টাকা তোলার সুবিধা পায় গ্রাহকরা ৷ এটিএম ব্যবহার যেমন মানুষের মধ্যে বেড়েই চলেছে তেমনই পাল্লা দিয়ে এটিএম ফ্রডও বেড়েই চলেছে ৷ কিন্তু একটু সাবধান থাকলেই সহজেই নিজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে ৷এটিএম থেকে টাকা তোলার সময় দেখে নিন এটিএমটি কতটা সুরক্ষিত রয়েছে ৷ হ্যাকাররা সাধারণত এটিএমের মাধ্যমে কার্ড ক্লোনিং ব্যবহার করে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয় ৷ কার্ড ক্লোনিং মানে আপনার কার্ডের সমস্ত তথ্য বের করে আরেকটি কার্ড তৈরি করে নেওয়া হয় ৷ এটিএম থেকে টাকা তোলার সময়ে কি খেয়াল রাখি এই বিষয়টি ? যদি না রেখে থাকি তাহলে এখনই সাবধান হতে হবে ৷ ব্যাঙ্ক গ্রাহকদের ২৪ ঘণ্টাই এটিএমের মাধ্যমে টাকা তোলার সুবিধা দিয়ে থাকে ৷ তবে দিনের পর দিনের ক্রমবর্ধমান এটিএম জালিয়াতির সংখ্যা বেড়েই চলেছে ৷ তবে একটু সাবধান হতে পারলেই কেল্লাফতে ৷কীভাবে চুরি হয়ে থাকে আপনার সব তথ্য ?
যখনই আপনি এটিএমে যাবেন তখনই খেয়াল রাখবেন এটিএম স্লটের দিকে ৷ দেখে নেবেন এটিএম কার্ডের স্লট যদি ঢিলেঢালা থাকে তাহলে সঙ্গে সঙ্গে সতর্ক হবেন ৷ অর্থাৎ কেউ আগে অন্যের তথ্য স্ক্যান করে তথ্য চুরি করতে চেয়েছিল ৷কার্ড স্লটে কার্ড ইনসার্ট করার সময়ে খেয়াল রাখবেন এটিএম কার্ড স্লটে যদি সবুজ আলো জ্বলে তাহলে এটিএম মেসিনটি সুরক্ষিত আছে তবে লাল আলো বা কোনও আলো যদি ফ্ল্যাশ না হয়ে থাকে সেই এটিএম সুরক্ষিত নয় অর্থাৎ আপনি সেই এটিএম ব্যবহার করবেন না ৷এমন যদি কখনও হয়ে থাকে চোরের ফাঁদে আপনি পা দিয়েছেন অথচ তখন ব্যাঙ্ক বন্ধ, দ্রুত পুলিশে অভিযোগ দায়ের করুন ৷ একবার দেখে নেবেন আসে পাশে কার ব্লুটুথ কানেকশন সক্রিয় আছে ৷ এর মাধ্যমেই আপনি অপরাধী পর্যন্ত পৌঁছতে পারবেন ৷