• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মোহনবাগান মাঠেই এটিকে ম্যাচের সম্ভাবনা

মোহনবাগান মাঠেই এটিকে ম্যাচের সম্ভাবনা

সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইএসএলে মোহনবাগান মাঠেই নিজেদের হোম ম্যাচ খেলতে পারে অ্যাটলেটিকো দি কলকাতা।

সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইএসএলে মোহনবাগান মাঠেই নিজেদের হোম ম্যাচ খেলতে পারে অ্যাটলেটিকো দি কলকাতা।

সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইএসএলে মোহনবাগান মাঠেই নিজেদের হোম ম্যাচ খেলতে পারে অ্যাটলেটিকো দি কলকাতা।

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #কলকাতা: সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আইএসএলে মোহনবাগান মাঠেই নিজেদের হোম ম্যাচ খেলতে পারে অ্যাটলেটিকো দি কলকাতা।

  পরিকাঠামো খতিয়ে দেখতে বুধবারই মোহনবাগান মাঠ পরিদর্শন করলেন এটিকে এবং আইএসএল কর্তারা। মোহনবাগান শীর্ষকর্তাদের সঙ্গেও বৈঠক করেন তাঁরা। মাঠ ও গ্যালারি দেখে বেশ খুশি কর্তারা। তবে ড্রেসিংরুম, কর্পোরেট বক্স-সহ বেশ কয়েকটি জায়গায় যে আরও উন্নতির প্রয়োজন রয়েছে সেটা মেনে নিচ্ছেন কর্তারা। এটিকে সিইও রঘুরাম আইয়ার জানালেন , ম্যাচ আয়োজনের জন্য সেনাবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতিও চাওয়া হবে। সবুজ-মেরুন কর্তারাও নিজেদের মাঠে আইএসএল ম্যাচ আয়োজনের বিষয়ে আশাবাদী। এদিকে কলকাতা প্রিমিয়ার লিগের বড় দলের খেলার জন্য প্রহর গুনছে কল্যাণী। বৃহস্পতিবার নদিয়া জেলার এই মাঠেই মরশুমের প্রথম ম্যাচের কিক-অফ করবে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ভবানীপুর। এই ম্যাচকে ঘিরে শেষ বেলার প্রস্তুতি তুঙ্গে । মাঠের বাইরে এবং ভিতরে চলছে কাজ। ইতিমধ্যেই মাঠ নিয়ে সন্তোষ প্রকাশ করেছে দু’দল।

  First published: