#কলকাতা: মুম্বইয়ের মাঠে মুম্বইকে হারাতে পারলে, আসল জয় আসবে। তিনের আইএসএলে প্লে-অফ জয়ের পর মনে করছেন কলকাতার দুই তারকা ইয়ান হিউম এবং হেল্ডার পোস্তিগা। তাঁদের মতে, এই মিশনও শক্ত হবে না।কলকাতার বাজি এটিকে। মুম্বইয়ের অ্যাওয়ে ম্যাচে শেষ হাসি হাসতে পারবেন তো বোরহা..পোস্তিগারা? কলকাতার প্রাক্তনরা কিন্তু সতর্ক করে দিচ্ছেন ফুটবলারদের।
তেরোই ডিসেম্বর তিনের আইএসএলে ফিরতি প্লে-অফে ফের মুখোমুখি হবে কলকাতা-মুম্বই। বান্দ্রা-কুরলা স্পোর্টস কমপ্লেক্সে এক গোলে এগিয়ে থেকেই মাঠে নামবে অ্যাটলেটিকো কলকাতা। তাতেও অবশ্য দমতে চাইছেন না কোচ হোসে মলিনা। রবীন্দ্র সরোবর জয়ের পর তিনি দাবি করেছেন, অনেক শক্ত চ্যালেঞ্জ টপকে দল এই জায়গায় এসেছে। তাই এখান থেকে আর ফিরে আসতে চান না তিনি। কোচের পাশেই দাঁড়িয়েছেন দুই তারকা হিউম এবং পোস্তিগা। দাবি করেছেন, নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে এটিকে।
অর্ণবের চোট ভাবচ্ছে হোসে মলিনাকে। তাই বুঝে উঠতে পারছেন না কাকে বসিয়ে গোলে দেবজিৎকে ফেরাবেন। হাতে খানিক সময় আছে। তাই মুম্বই উড়ে যাওয়ার আগে এই সমস্যার সমাধান চান এটিকে কোচ। রবীন্দ্র সরোবরে জকির গলা চড়তেই হাজার জনতার আওয়াজ উঠেছিল..এটিকে।
কয়েক হাজার ডেসিবেলের শব্দেই না কি সেদিন অর্ধেক কেঁপে গিয়েছিলেন সুনীলরা। মঙ্গলবার অবশ্য নিজেদের গুহায় সর্বশক্তি নিয়ে তৈরি হচ্ছে মুম্বই। পারবে তো কলকাতা? আশা-আশঙ্কার প্রহর গোনার পালা চলছে। প্রাক্তনরাও বেশ সতর্ক।
প্রাক্তনদের মতো এটিকের অন্দরে জারি হয়ে গেছে সতর্কতা। একইসঙ্গে হোসে মোলিনা তাঁর উইনিং কম্বিনেশনে কোনও বদল আনেন কি না সেদিকেও তাকিয়ে ফুটবল মহল।