#কলকাতা: বড়দিনের আগে শহরে ভয়াবহ পথ দুর্ঘটনা। এজেসি রোড ফ্লাইওভারে ম্যাটাডোর উল্টে আহত ২৪। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। আহতদের উদ্ধার করে পার্কসার্কাস সংলগ্ন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনেকের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার জেরে পার্কসার্কাস সেভেন পয়েন্ট, গড়িয়াহাটের দিক এবং মল্লিকবাজার এবং এক্সাইডের দিকে ব্যাপক যানজট তৈরি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রাদ্ধের কাজ করার ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পাম অ্যাভিনিউ অঞ্চলে হঠাৎই বিকট জোরে শব্দ করে গাড়িটি উল্টে যায়। প্রত্যক্ষদর্শী এবং গাড়ির সওয়ারীদের দাবি, এ দিন গাড়িতে অন্তত ৩০-৩৫ জন ছিল। তাঁদের মধ্যে ২৯জন আহত হন। আহতদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, আহতরা প্রত্যেক এই একই পরিবার ও একই পাড়ার বাসিন্দা। গাড়ি উল্টে গেলে প্রত্যেকেই কম-বেশী আহত হন। আরিয়ান নামে পাঁচ বছরের একটি শিশুর ডান হাত ভেঙে গিয়েছে। হাসপাতালে চিকিৎসা চলছে আহতদের।