• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • শেষ ইনস্টাগ্রাম পোস্টে সুশান্ত’কে সরোজ খান লিখেছিলেন, ‘সারাজীবন ভালবাসব তোমাকে’....

শেষ ইনস্টাগ্রাম পোস্টে সুশান্ত’কে সরোজ খান লিখেছিলেন, ‘সারাজীবন ভালবাসব তোমাকে’....

সরোজ খানের শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর

সরোজ খানের শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর

সরোজ খানের শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর

 • Share this:

  #মুম্বই: বলিউডে ফের নক্ষত্র পতন। এবার চলে গেলেন বলিউডের সবার প্রিয় মাস্টারজি, সরোজ খান৷ বৃহস্পতিবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়৷ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন৷ ১৭ জুন থেকে তিনি ভর্তি ছিলেন বান্দ্রার গুরু নানক হাসপাতালে৷ তাঁর করোনা পরীক্ষাও করা হয়৷ তবে তা নেগেটিভ আসে৷

  তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর। তিনি সুশান্তের একটি সাদা কালো ছবি পোস্ট করে লিখেছিলেন, আমি কখনও তোমার সঙ্গে কাজ করিনি কিন্তু আমাদের বহুবার দেখা হয়েছে। তোমার জীবনে কী সমস্যা হয়েছিল? আমি হতবাক যে তুমি এমন একটি ভয়ঙ্কর একটা সিদ্ধান্ত নিলে। তুমি বড়দের সঙ্গে কথা বলতে পারতে, যারা তমাকে সাহায্য করতে পারত আর তোমার দিকে তাকিয়ে আমরা খুশি থাকতাম। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন, আমি জানি না তোমার বাবা আর বোনেরা কী অবস্থায় রয়েছেন। তাঁদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা। তোমার প্রত্যেক ছবিতে তমাকে ভালোবেসেছি, আর সব সময় ভালোবাসব।

  ৪ দশকের বেশি ছিল সরোজের বলিউড জার্নি৷ প্রায় ২ হাজারের বেশি গানের সঙ্গে কোরিওগ্রাফি করেছেন তিনি৷ তাঁর মৃত্যুতে যেন শেষ হয়ে গেল বলিউডের একটা যুগ। এক সময় তাঁর হাত ধরেই উঠে এসেছিলেন বলিউডের প্রচুর তারকা। মাত্র ৩ বছর বয়স থেকে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসেবে তিনি কাজ শুরু করেন৷ স্বাধীনভাবে কোরিওগ্রাফির কাজ শুরু করে ১৯৭৪-এ৷ ছবির নাম ছিল গীতা মেরা নাম৷ ৩বার জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন সরোজ৷ মিঃ ইন্ডিয়া ছবির জনপ্রিয় গান হাওয়া হাওয়াই, তেজাব ছবির এক দো তিন, বেটা ছবির ধকধক করনে লগা থেকে দেবদাসের ডোলা রে ডোলা, সবতেই কোরিওগ্রাফি করেছিলেন তিনি৷ শেষ বার কলঙ্ক ছবিতে পর্দায় মাধুরীর জন্য কোরিওগ্রাফ করেছিলেন তবাহ গানটি৷

  Published by:Ananya Chakraborty
  First published: