#কলকাতা: রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের বিবাদ নতুন নয়৷ ধনখড় রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা সময় সংঘাত চলছে৷ এ বার রাজ্যপালের সই আটকে থাকায় নজির বিহীন ভাবে স্থগিত হয়ে গেল বিধানসভা৷
রাজ্য বিধানসভায় এই ধরনের ঘটনা এর আগে হয়নি৷ একটি গুরুত্বপূর্ণ বিলে সই নেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের৷ সই না-থাকায় পেশ হচ্ছে না বিলটি৷ যার জেরে দু দিনের জন্য স্থগিতই হয়ে গেল রাজ্য বিধানসভা৷ আগামী দুদিন স্থগিত থাকবে বিধানসভা৷ এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, একটি বিল রাজ্যপালের সইয়ের জন্য রাজভবনে পাঠানো হয়েছিল৷ কিন্তু স্বাক্ষরিত হয়ে রাজভবন থেকে বিধানসভায় ফেরেনি৷ তাই বিলটি পেশ করা যাচ্ছে না৷ আগামী দু দিন বিধানসভার অধিবেশন স্থগিত থাকবে৷ তবে শিক্ষা দফতর সূত্রের খবর, উপাচার্য নিয়োগে রাজ্যপালের যে ক্ষমতা, তা খর্ব করার একটি বিল সম্ভবত রাজ্য সরকার আনতে চলেছে৷ সে বিল নিয়েই সংকট তৈরি হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়৷
বাম বিধায়ক সুজন চক্রবর্তী এই ঘটনার তীব্র সমালোচনা করে বলেন, ' যা হল বিধানসভায়, তা নজিরবিহীন৷ সংসদ হঠাত্ দু দিন বন্ধ হয়ে গেল, এরকম কখনও হয়েছে? স্কুল কলেজেও এমন নজির নেই৷ এটা কি রেনি ডে হল? যদি তাই হয়, তা হলে সরকার কেন ঘোষণা করল না? তিন দিন আগেও বিজনেস অ্যাডভাইসারি কমিটির বৈঠকে রিপোর্ট করা হয়নি৷'
জগদীপ ধনখড় রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই নানা ইস্যুতে রাজ্যের সঙ্গে সংঘাত হয়েছে৷ দুর্গাপুজো কার্নিভালে ডেকে নিয়ে গিয়ে তাঁকে অপমানিত করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন রাজ্যপাল। এই ঘটনায় তাঁর মর্যাদায় আঘাত লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। ১৯ সেপ্টেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের মুখে পড়া কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়কে উদ্ধার করতে যান রাজ্যপাল স্বয়ং৷ তখন থেকেই বিরোধিতার সূত্রপাত। তাঁর বিরুদ্ধে সাংবিধানিক সীমানা ছাড়িয়ে যাওয়ার পাল্টা অভিযোগও আনা হয়। সম্প্রতি সিঙ্গুর ও নন্দীগ্রামে রাজ্যপালের সফরের সিদ্ধান্ত ঘিরেও সংঘাত বেঁধেছে রাজ্যসরকারের সঙ্গে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।