#কলকাতা: ঊর্ধ্বমুখী তাপমাত্রার মধ্যেই কাল শেষ দফার ভোট। বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে প্রস্তুতি তুঙ্গে। হাঁসফাঁস গরমে নাজেহাল ভোটকর্মীরা। ভোটের দিন তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সঙ্গে থাকবে আর্দ্রতাও। তাতেই সিঁদুরে মেঘ দেখছেন ভোটকর্মীরা। গরম ঠেকাতে বিলি করা হচ্ছে গ্লুকোজ, ওআরএস।
শেষ ল্যাপে ভোট-পর্ব। রবিবার সপ্তম দফায় ভোটের লাইনে দাঁড়াবে দমদম, বারাসত, বসিরহাট,জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।চরমে উত্তেজনা। পাল্লা দিয়ে চড়ছে তাপমাত্রার পারদ। চাঁদিফাটা গরমে ওষ্ঠাগত প্রাণ। অস্বস্তিকর আদ্রতায় উঠছে নাভিশ্বাস। বিভিন্ন ডিস্ট্রিবিউশন সেন্টারে গলদঘর্ম ভোটকর্মীরা।
যাদবপুর কেন্দ্রের ডিস্ট্রিবিউশন সেন্টার আলিপুরের হেস্টিংস হাউস। শনিবার সকাল থেকে চলছে ভোট-প্রস্তুতি। অসহ্য গরম । সূর্যের চোখ রাঙানিতে শনিবারই এনার্জি প্রায় শেষ। গ্লুকোজ, ও আর এসেও আরাম মিলছে না।
কলকাতা দক্ষিণের ডিস্ট্রিবিউশন সেন্টার সেন্ট থমাস বয়েজ স্কুল। ভোটকর্মীদের স্বস্তি দিতে সারাক্ষণ মাথার উপর পাখা ঘুরছে। গলদঘর্ম অবস্থাতেই চলছে ভোটের কাজ। বার বার জল, গ্লুকোজ, শশা খেয়ে ক্ষণিকের স্বস্তি খোঁজার চেষ্টা বৃথাই।
দমদমের ডিস্ট্রিবিউশন সেন্টার এ পি সি কলেজে ভোটকর্মীদের কিছুটা স্বস্তি দিতে ঘোল-বোঁদে নিয়ে হাজির বিক্রেতারা। দাম সামান্যই। তাতেই গলা ভিজিয়ে একটু আরাম খুঁজেছেন ভোটকর্মীরা।
ঘেমেনেয়ে কাজের উৎসাহ প্রায় তলানিতে। বারাসত লোকসভা কেন্দ্রের ডিস্ট্রিবিউশন সেন্টার বারাসত গভঃ কলেজে এদিন ত্রাহি রব। ভোটকর্মীদের প্রশ্ন, এত গরমে কেন ভোট?
একই ছবি ডায়মন্ড হারবার, মথুরাপুর, দেগঙ্গাতেও। গরমে কাবু ব্যস্ত ডিস্ট্রিবিউশন সেন্টার।ঘাম ছুটছে ভোটকর্মীদের।
রবিবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস রয়েছে। হাঁসফাঁস গরম আর অসহ্য আদ্রতায় যেন পিছু হটছে রবিবার শেষ দফার ভোটের উত্তেজনাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।