Home /News /kolkata /
থানা থেকে ছিনতাই ধৃত জওয়ান, চাপে পড়ে আত্মসমর্পণ দীপক সিংয়ের

থানা থেকে ছিনতাই ধৃত জওয়ান, চাপে পড়ে আত্মসমর্পণ দীপক সিংয়ের

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

খুনের অভিযোগে ধৃত এসএসবি কম্যান্ডান্ট দীপক সিংয়ের গ্রেফতারি ঘিরে চূড়ান্ত নাটক।

 • Share this:

  #কলকাতা: খুনের অভিযোগে ধৃত এসএসবি কম্যান্ডান্ট দীপক সিংয়ের গ্রেফতারি ঘিরে চূড়ান্ত নাটক। ডায়মন্ড হারবার থানার সামনে থেকেই ফিল্মি কায়দায় এসএসবি জওয়ানরাই ছিনিয়ে নিয়ে যায় ধৃত কম্যান্ডান্টকে। ঘটনা ঘিরে চরম উত্তেজনা ডায়মন্ড হারবার থানার সামনে।

  পরে পুলিশ ও এসএসবি শীষর্কতাদের চাপে আত্মসমর্পণ করতে বাধ্য হয় দীপক সিং। কাল সরিষার প্রিন্স মার্কেটে দুষ্কৃতী আলতাফকে গুলি করে খুনের ঘটনায় গ্রেফতার হয় দীপক সিং। আজ ডায়মন্ড হারবার থানা থেকে মেডিক্যালের জন্য দীপক সিংকে নিয়ে যাচ্ছিল পুলিশ। তখনই এসএসবি জওয়ানরা এসে ধস্তাধস্তি করে ছিনিয়ে নিয়ে যায় ধৃত কম্যান্ডান্টকে।

  এএসবির গাড়িতেই পালায় দীপক। ঘটনা জানতেই এসএসবি শীর্ষ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এডিজি আইন-শৃঙ্খলা অনুজ শর্মা। পুলিশ ও এসএসবির চাপে পড়ে পারুলিয়া ক্যাম্প থেকে আত্মসমর্পণ করে ধৃত কম্যান্ডান্ট দীপক সিং।

  First published:

  Tags: -SSB-jawans, SSB-jawans-escaped-from-court

  পরবর্তী খবর