হোম /খবর /কলকাতা /
৩২২ দিন পর...! হঠাৎ কেন জামিনের আবেদন করে বসলেন অর্পিতা? 'কারণ' ঘিরে বাড়ল গুঞ্জন

Arpita Mukherjee || SSC Money Scam: ৩২২ দিন পর...! হঠাৎ কেন জামিনের আবেদন করে বসলেন অর্পিতা মুখোপাধ্যায়? 'কারণ' ঘিরে বাড়ল গুঞ্জন

অর্পিতা মুখোপাধ্যায়

অর্পিতা মুখোপাধ্যায়

Arpita Mukherjee || SSC Money Scam: অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। কিন্তু এই মামলায় একইসঙ্গে ধৃত পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার জামিনের আবেদন করলেও এই প্রথম জামিন চাইলেন অর্পিতা মুখোপাধ্যায়।

  • Share this:

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি তদন্ত মামলায় অন্যতম প্রধান অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। ইডির তদন্তকারীরা নিয়োগ কেলেঙ্কারির তদন্তের সূত্র ধরে তল্লাশি চালাতেই এই অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের ভিতর থেকেই মিলেছিল টাকার পাহাড়। যদিও তিনি দাবি করেছিলেন, ওই বিপুল পরিমাণ টাকা তাঁর নয়। বর্তমানে প্রেসিডেন্সি জেলে কারাবাসে রয়েছেন অর্পিতা। এবার তিনিই এতদিন বাদে হঠাৎ জামিনের আবেদন করে বসলেন আদালতে।

অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকেই উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। কিন্তু এই মামলায় একইসঙ্গে ধৃত পার্থ চট্টোপাধ্যায় একাধিকবার জামিনের আবেদন করলেও এই প্রথম জামিন চাইলেন অর্পিতা মুখোপাধ্যায়।

আরও পড়ুন: কুন্তলের মুখে ফের অভিষেক নাম…! কী বললেন নিয়োগ দুর্নীতিতে ধৃত ‘বহিষ্কৃত’ তৃণমূল নেতা?

এর আগে আদালতে অর্পিতা মুখোপাধ্যায় বারবার বলেছেন, তিনি কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত নন। ওই টাকা কেউ বা কারা তাঁর ফ্ল্যাটে রেখেছিল। গোটা বিষয়টাই ষড়যন্ত্র। তবে তার পরও তিনি কখনও জামিন চাননি। যেদিন গ্রেফতার করা হয়েছিল সেদিনই শুধু আদালতে জামিন চেয়েছিলেন। তার পর কেটে গিয়েছে ৩২২ দিন। আবার হঠাৎ জামিন চেয়ে বসলেন অর্পিতা মুখোপাধ্যায়। বিশেষ ইডি আদালতে এই আবেদন জানান তিনি। কিন্তু এতদিন পর কেন?‌ উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: বিধ্বংসী দৈত্যাকারে এগিয়ে আসছে মোকা! ২৪ ঘণ্টার মধ্যেই স্থলভাগে ল্যান্ডফল! কী প্রভাব পড়বে বাংলায়?

আদালত সূত্রে খবর, আগামী ২৯ মে অর্পিতার জামিনের আবেদনের শুনানির দিন ধার্য করা হয়েছে। আর ভার্চুয়াল নয়, ওইদিন সশরীরে আদালতে হাজির থাকবেন অর্পিতা মুখোপাধ্যায়। এর আগে পার্থ চট্টোপাধ্যায় বারবার আদালতে জামিনের আবেদন করলেও অর্পিতা কখনই তা করেননি।

মনে করা হচ্ছে আগে তিনি সেভাবে আইনি সাহায্য পাননি এবং এবার তা পেয়েছেন বলেই জামিনের আবেদন করেছেন অর্পিতা মুখোপাধ্যায়। তাই এতদিন পর জামিনের আবেদন করলেন বলে বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন: রেখা নয়…, এই ‘একটি’ কারণে জয়াকেই বিয়ে করেছিলেন Big B অমিতাভ! ফাঁস হল ‘সত্যি’

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়–অর্পিতা মুখোপাধ্যায়কে একই দিনে গ্রেফতার করেছিল ইডি। তাঁর ফ্ল্যাট থেকে টাকার পাহাড় উদ্ধার করা হয়েছিল। তবে আজও জানা গেল না এত কোটি কোটি টাকা কার? তদন্ত চলছে।

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: Arpita Mukherjee, Money, SSC Scam