কলকাতা: টালিগঞ্জের পর অর্পিতার মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) রথতলার ফ্ল্যাট থেকেও বিপুল টাকা উদ্ধার হল। রথতলার ফ্ল্যাটেও টাকার পাহাড়। টাকা গুনতে আনা হয় মেশিন। অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার প্রায় ২৮ কোটি টাকা। আর কোথায় কোথায় রয়েছে অর্পিতার সম্পত্তি? তারই খোঁজে বুধবার বেলঘরিয়ার রথতলায় অর্পিতার ফ্ল্যাটে হানা দেন ইডির গোয়েন্দারা।
এদিকে আরও জানা গিয়েছে যে বেলঘরিয়ায় আবাসনে মেনটেন্যান্স চার্জেস এখনও বকেয়া রয়েছে অর্পিতার ৷ পাশাপাশি সেখানকার পুজোর চাঁদা দেবেন বলেও দেননি তিনি ৷ প্রশ্ন উঠছে, যার বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তার মেনটেন্যান্স চার্জেস দিতে সমস্যা কোথায় ? আবাসন কমিটির দেওয়া নোটিসে দেখা যাচ্ছে— জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে ২এ নম্বরের ফ্ল্যাটের মেনটেন্যান্স বাবদ ১১,৮১৯ টাকা বাকি রয়েছে অর্পিতার।
বুধবার বেলঘরিয়ায় অর্পিতার রথতলার ফ্ল্যাটে তিনটি গাড়িতে পৌঁছন ইডির ১২ জন আধিকারিক ৷
বেলঘরিয়ার রথতলায় অর্পিতার জোড়া ফ্ল্যাট। দুটি ফ্ল্যাটেই তালা। ফ্ল্যাটের চাবি না মেলায় তালা আবাসনের সেক্রেটারিকে সামনে রেখেই দুটি ফ্ল্যাটেরই তালা ভাঙা হয়। ব্লক টু আবাসনের ফ্ল্যাট থেকে কিছু মেলেনি। এরপর ব্লক ফাইভের আবাসনের অর্পিতার অপর একটি ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে ঢোকেন ইডি গোয়েন্দারা। তল্লাশি চালাতেই চোখ ছানাবড়া। ফ্ল্যাটের মধ্যে বিপুল টাকার হদিশ। এরপরেই টানা গোনার জন্য চারটি মেশিন আনা হয়। প্রথমে দুটি টাকার গোনার মেশিন নিয়ে চারজন ব্যাঙ্ক কর্মী ফ্ল্যাটের ভেতরে ঢোকেন।
আরও পড়ুন-শিল্প দফতর নিয়ে কি আজই কোনও সিদ্ধান্ত ঘোষণা?বেলঘরিয়ায় অর্পিতার রথতলার ফ্ল্যাটে যখন মেশিনে টাকা গোনা চলছে, ফ্ল্যাটের চারপাশে তখন কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারা। বেলঘরিয়ার দেওয়ান পাড়ায় অর্পিতার পৈত্রিক বাড়িতেও এদিন তল্লাশি চালান ইডির আধিকারিকরা। অর্পিতার মাকে দোতলা থেকে একতলায় নামিয়ে এনে তল্লাশি চালানো হয়। নিচে নামিয়ে এনে এদিন অর্পিতার মাকেও জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। মায়ের দাবি, মেয়ের এত সম্পত্তির কথা কিছুই জানতেন না তিনি।
অর্পিতার মা-র কথায়, ‘‘মা, বাবাই তো ভোগে। মা হয়েছি ভুগতে তো হবেই।দেখছেন তো এই বাড়ি, আপনি কিছু জানতেন কিনা জিজ্ঞেস করল , আমি বলেছি কিছুই জানতাম না। দোষী হলে তার সাজা হবে ৷’’
অর্পিতার নামে ,বেনামে আর কত সম্পত্তি রয়েছে। এত টাকা কোথা থেকে এল? আর কোথায় কোথায় ছড়িয়ে রয়েছে অর্পিতার সম্পত্তি? ইডির নজর এখন সেদিকেই।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।