Home /News /kolkata /
Arpita Mukherjee || জোকা ইএসআই থেকে বেরনোর পরেও কান্না, 'আমি আর পারছি না', বললেন অর্পিতা

Arpita Mukherjee || জোকা ইএসআই থেকে বেরনোর পরেও কান্না, 'আমি আর পারছি না', বললেন অর্পিতা

Arpita Mukherjee || পরের ছবিও এক৷ আবারও কান্না, আর একটাই কথা, 'আমি আর পারছি না৷'

 • Share this:

  নাটকীয় পরিস্থিতি যেন চলছেই৷ জোকা ইএসআই হাসপাতাল থেকে বের হওয়ার পরের ছবিও এক৷ আবারও কান্না, আর একটাই কথা, 'আমি আর পারছি না৷' সামলানোই যেন মুশকিল হয়ে পড়ছে তাঁদের৷ বিমর্ষ মুখ আর অঝোর কান্না৷ আজ শারীরিক পরীক্ষা ছিল পার্থ-অর্পিতার৷ হাসপাতালে ঢোকার সময়েও হাউ হাউ করে কেঁদে ফেললেন অর্পিতা৷ বাস্তবিকই তাঁকে সামলানো হয়ে উঠেছে মুশকিল৷ গাড়ি থেকে নামতে চাইছিলেন না তিনি৷ একবার পড়েও যান৷ তারপর তাঁকে হুইলচেয়ারে করে নিয়ে যাওয়া হয়৷

  টালিগঞ্জ, রথতলা, নয়াবাদ- তদন্তে নেমে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে একের পর এক ফ্ল্যাটের খোঁজ পাচ্ছে ইডি৷ সূত্রের খবর, তদন্তকারীদের অর্পিতা নিজেই জানিয়েছেন, অন্তত ১২ থেকে ১৫টি ফ্ল্যাট রয়েছে তাঁর নামে৷ শুধু তাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যুগ্ম ভাবে তার বেশ কিছু অস্থায়ী সম্পত্তি আছে বলেও তদন্তকারীেদর জানিয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷

  আরও পড়ুন: জোকা ইএসআইয়ের সামনে কান্নায় ভেঙে পড়লেন অর্পিতা মুখোপাধ্যায়, পড়ে গেলেন নীচে

   ইডি সূত্রে খবর, অর্পিতার ফ্ল্যাটে বা বাড়িতে যে রুমে টাকা রাখা হত সেই রুমের চাবি পার্থ চট্টোপাধ্যায়ের কর্মীদের কাছে থাকত। ওই ঘরে কত টাকা আছে বা কী কী জিনিস আছে, তা তিনি  জানতেন না বলে ইডির জেরায় দাবি অর্পিতার।

  আরও পড়ুন: 'কারা ষড়যন্ত্র করেছে জানতে পারবেন', রহস্য আরও বাড়িয়ে দিলেন পার্থ

  জেরা করে  ইডি আধিকারিকরা জানতে পেরেছেন, অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের দু' জনের জয়েন্ট অস্থাবর  সম্পত্তি রয়েছে। অন্তত সেরকমই দাবি করেছেন অর্পিতা৷ অর্পিতা মুখোপাধ্যায় ও পার্থ চট্টোপাধ্যায়ের দু' জনের নামে রয়েছে  যৌথ একাধিক এলআইসি । সেই এলআইসি ডকুমেন্টস বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা।

  Published by:Rachana Majumder
  First published:

  Tags: Arpita Mukherjee

  পরবর্তী খবর