হোম /খবর /কলকাতা /
সব জল্পনার অবসান, শহিদ মিনারে অভিষেকের সভার অনুমতি দিল সেনা

Abhishek Banerjee: সব জল্পনার অবসান, শহিদ মিনারে অভিষেকের সভার অনুমতি দিল সেনা

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek Banerjee: অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা। ২৯ তারিখের শহিদ মিনারের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা

  • Share this:

কলকাতা: অভিষেকের সভার অনুমতি মিলল। শহিদ মিনার ময়দানেই হবে অভিষেকের সভা৷ এদিন সভাস্থল পরিদর্শনে আসেন ডিসি সাউথ৷ ছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুব নেতারা৷ সমাবেশে যাঁরা যোগ দেবেন তারা কোথায় বসবেন। মঞ্চ কোথায় হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রসঙ্গত ডিএ আন্দোলনকারীরা এতদিন অবস্থান করছিলেন শহিদ মিনার ময়দানে। এদিন তারা অবস্থান সেখান থেকে প্রত্যাহার করেন৷ ফলে এক জায়গায় দু’টি সভা বা মঞ্চ থাকছে না।

অভিষেকের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা। ২৯ তারিখের শহিদ মিনারের সভা নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা । ডিএ অবস্থানকারীরা যেহেতু অবস্থান করছেন। তাই তৃণমূলের সভা কী ভাবে হবে? কী পরিকল্পনা?

আরও পড়ুনঃ দুয়ারে সরকার নিয়ে বিরাট টার্গেট, পঞ্চায়েত ভোটের আগে গাইডলাইন প্রকাশ নবান্নের

আরও পড়ুনঃ এলাহি দোতলা বাড়ি, ভাড়া মাত্র ২০ টাকা! ভূ-ভারতে এমন পাবেন না, বাংলায় কোথায় আছে?

এই নিয়ে প্রশ্ন তুলেছিল সেনা। সেই নিয়ে সেই সময়ে তৃণমূলের পক্ষ থেকে সেনার সঙ্গে কথাও বলা হয় তৃণমূল সূত্রে খবর মেলে, অনুমতি দেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই সেনার। আবার অন্য সূত্রে খবর পাওয়া যায় অনুমতি পেতে আদালতেও যাওয়ার কথাও ভাবছিল তৃণমূল৷ যদিও জল ততদূর গড়াল না৷

শহিদ মিনারের দুটি ঢোকার পথ। একটি মাতঙ্গিনী মূর্তির পাশ দিয়ে। অপরটি কবাডি ক্লাবের পাশ দিয়ে। তৃণমূলের সভা মঞ্চ হবে কবাডি ক্লাব সংলগ্ন মেয়ো রোডের দিকে।

শহিদ মিনারের এই চত্ত্বর রয়েছে সেনার অধীনে৷ সেই কারণে এখানে সভা করতে গেলে সেনার তরফ থেকে অনুমতি থাকা প্রয়োজন৷ সেই বিষয়ে সেনাকে আবেদন করা হলে সেনার তরফে সভার বিস্তারিত পরিকল্পনা নিয়ে ব্যাখ্যা চাওয়া হয়৷ স্বাভাবিক ভাবে এ কথা বলা চলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছিল৷

আবীর ঘোষাল

Published by:Uddalak B
First published:

Tags: TMC