#অশোকনগর: যুদ্ধ বা লড়াই নয়৷ নিছক দুর্ঘটনাই কেড়ে নিল সেনা জওয়ানের প্রাণ৷ অসমে বৃষ্টির মধ্যে ডিউটি যাওয়ার সময় দুর্ঘটনার মুখে পড়লেন আর্মির জওয়ান৷ প্রথমে আহত হলেও শেষমেষ মৃত্যুই হয় তাঁর৷ হাজার চেষ্টা করেও প্রাণে বাঁচানো গেল না৷ জওয়ানের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে৷ মৃত জওয়ানের বাড়ি অশোকনগর পুরসভার তিন নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ সেবা সমিতি ক্লাব এলাকায়।
আরও পড়ুন- যত ইচ্ছে Luggage নিয়ে ট্রেনযাত্রা আর নয়! নতুন নিয়ম চালু করল ভারতীয় রেল! জানুন...সূত্রের খবর, শনিবার বিকালে বাইক নিয়ে কাজে যাচ্ছিলেন ওই জওয়ান৷ বাইরে তখন প্রবল বৃষ্টি৷ কর্তব্যে অবিচল ছিলেন তিনি৷ তাঁর পরিবারের তরফে জানা গিয়েছে, তাঁর স্ত্রীর কাছে ফোন আসে আচমকা৷ জানানো হয় স্বামী বৃষ্টির ভিতর বাইক নিয়ে ডিউটি যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷ শনিবার রাত আটটা নাগাদ জানানো হয় আর্মি সেনা জওয়ান সুজু চন্দ্রের মৃত্যু হয়েছে । ঘটনার পরেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
তিন বছর ধরে আসামের গুয়াহাটিতে কর্মরত ছিলেন ওই জওয়ান। আর কিছুদিন বাদেই ছুটিতে তার বাড়িতে আসার কথা ছিল৷ বাড়ি তিনি ফিরলেন, তবে কফিনবন্দি হয়ে।
জিয়াউল আলমনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Army