#কলকাতা: আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জেতার ব্যাপারে দলের আশায় জল ঢেলে দিয়েছিলেন অর্জুন সিং। নিউজ এইট্টিন বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে অর্জুন সিং নিজেই জানালেন সে কথা। বিজেপি থেকে সদ্য তৃণমূলে ঘরওয়াপসি হয়েই অর্জুন সিং ফের বোমা ফাটালেন গেরুয়া শিবিরের বিরুদ্ধে। বললেন, আমায় দলের তরফ থেকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছিল আসানসোল উপনির্বাচনে। আমি আসানসোলে গিয়ে কয়েকটা দলীয় বৈঠক করেই বুঝতে পেরে গিয়েছিলাম আসানসোলে ভাল অবস্থায় নেই বিজেপির সংগঠন। সে খবর জানিয়েও ছিলাম দলকে। কি জানিয়েছিলেন দলকে ?
এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বললেন , আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত এমন ৯০০-এর বেশি বুথ রয়েছে যেখানে বিজেপির কোনও বুথ কর্মীই নেই। আসানসোলে বিজেপি সংগঠনের যা হাল তাতে তিন লক্ষ ভোটে পরাজিত হবেন অগ্নিমিত্রা পাল সে কথাও জানিয়েছিলাম দলকে, দাবি করেন অর্জুন সিং। দলবদলের আগে ও পরে নানান ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন অর্জুন সিং। গেরুয়া শিবির থেকে তাঁর সম্পর্ক ছিন্ন হওয়ার পর যতদিন গড়াচ্ছে বিজেপির বিরুদ্ধে আক্রমণের সুর আরও চড়াচ্ছেন অর্জুন। তাঁর কথায়, 'আমরা সংগঠনের লোক। বাংলায় বিজেপির কোনও নেতা নেই। বহিরাগতরা এসে বাংলায় ক্ষমতা দখল করার চেষ্টা আগামীদিনেও ব্যর্থ হবে'।
আরও পড়ুন: করা হল সতর্ক, তবে কলকাতা হাই কোর্টে বড় স্বস্তি পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় নিয়ে যথেষ্ট আশাবাদী ছিল গেরুয়া শিবির। আশাবাদী ছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও। শেষমেষ তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার কাছে বড় ব্যবধানে পরাজয়ের পর হতাশ হয়ে পড়ে নেতৃত্ব। এর পরই হারের কারণ অনুসন্ধানে মাঠে নামে বিজেপি। খোঁজ শুরু হয় পরাজয়ের নেপথ্যে কোন কোন বিষয় রয়েছে। যেখানে বিগত দু'দুটি বারের নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর হঠাৎ কী এমন হল, যে আসানসোল লোকসভা কেন্দ্রের ইতিহাসে রেকর্ড ব্যবধানে গেরুয়া শিবিরের প্রার্থীকে পরাজিত করল তৃণমূল কংগ্রেস? এই সব প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের একটি অডিও ক্লিপ ভাইরাল হতেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধেই অন্তর্ঘাতের তত্ত্ব নিয়ে এখন সরগরম গেরুয়া শিবিরের অন্দরমহল। ভাইরাল হওয়া অডিও ক্লিপে অগ্নিমিত্রা পালকে ফোনের ও প্রান্তে থাকা একজনকে প্রশ্ন করতে শোনা যাচ্ছে যে, ভোটে জিতেন্দ্র তিওয়ারির ভূমিকা কী ছিল?
আরও পড়ুন: মোদি সরকারের ৮ বছর, অমিত শাহের কথায় ২০৪৭! কেন উঠল ২৫ বছর পরের কথা?
দলেরই দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সন্দেহ প্রকাশ করে নানা প্রশ্ন করতে শোনা যায় অগ্নিমিত্রা পালকে। অডিও ক্লিপ প্রসঙ্গে রবিবার অগ্নিমিত্রা পাল সেই কণ্ঠস্বর তাঁরই বলে দাবি করলেও সোমবার নিজের অবস্থান থেকে ঘুরে গিয়ে বললেন তিনি বলেন, 'সেই কণ্ঠস্বর আমার নয়। শাসক দলের আইটি সেল আমার কন্ঠস্বর কে বিকৃত করে সেই অডিও ক্লিপ ভাইরাল করেছে'। অগ্নিমিত্রা পালের ভাইরাল হওয়া অডিও ক্লিপ বিতর্কের মাঝেই আসানসোলে শত্রুঘ্ন সিনহার কাছে অগ্নিমিত্রা পালের পরাজয়ের গেরুয়া শিবিরের গোপন রিপোর্ট এবার সামনে এনে অর্জুন সিংয়ের বিস্ফোরক দাবি বিজেপি নেতৃত্বকে যে নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও অর্জুন সিংয়ের মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Arjun singh