হোম /খবর /কলকাতা /
শুভেন্দু যোগ দিলেই সরকার গড়বে বিজেপি, 'বিচ্ছেদ' জল্পনা উস্কে দাবি অর্জুনের

শুভেন্দু যোগ দিলেই সরকার গড়বে বিজেপি, 'বিচ্ছেদ' জল্পনা উস্কে দাবি অর্জুনের

শুভেন্দুকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন অর্জুন৷

শুভেন্দুকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন অর্জুন৷

যদিও অর্জুন সিং-এর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায়৷ অর্জুনকে বাহুবলী বলে কটাক্ষ করেন তিনি৷

  • Last Updated :
  • Share this:

#ব্যারাকপুর: শুভেন্দু অধিকারী যোগদান করলেই রাজ্যে সরকার গড়বে বিজেপি৷ এমনই দাবি করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ শুধু তাই নয়, বিজেপি সাংসদের দাবি, অন্তত পাঁচ জন তৃণমূল সাংসদ বিজেপি-তে যোগদানের জন্য তৈরি রয়েছেন৷

এ দিন সকালে ব্যারাকপুরে নিজের সাংসদ এলাকার বাসিন্দাদের সঙ্গে ছটপুজো উপলক্ষে দেখা করেন অর্জুন সিং৷ ভুটভুটিতে চেপে গঙ্গার বিভিন্ন ঘাটে ঘোরেন তিনি৷ তখনই শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূলের তৈরি হওয়া 'দূরত্ব' নিয়ে একের পর এক মন্তব্য করেন তিনি৷

শুভেন্দুকে জননেতা বলে দাবি করে অর্জুন বলেন,  'যেভাবে তাঁকে হেনস্থা করা হচ্ছে, তাতে এক মুহূর্ত ওনার মতো জননেতার তৃণমূলে থাকা উচিত নয়৷ যেভাবে আমাকে অপমান করা হচ্ছে, একই কায়দায় শুভেন্দু অধিকারীকে হেনস্থা করা হচ্ছে৷ একজন জননেতাকে এ ভাবে আটকানো যায় না৷ ভারতীয় জনতা পার্টিকে সবসময় তাঁকে স্বাগত৷ পশ্চিমবঙ্গে যেদিন শুভেন্দু অধিকারী বিজেপি-তে যোগ দেবেন, তৃণমূলের সরকার থাকবে না৷'

তিনি আরও দাবি করেন, তৃণমূলের পাঁচ সাংসদ যে কোনও মুহূর্তে বিজেপি-তে যোগ দিতে তৈরি৷ অর্জুন অভিযোগ করেন, 'শুভেন্দু অধিকারীর মতো নেতারা রক্ত ঝরিয়েছেন বলে মমতা বন্দ্য়োপাধ্যায় নেত্রী হয়েছেন৷ এখন তিনি সেই সিঁড়িগুলিকে ভেঙে ফেলার চেষ্টা করছেন৷ কোনও জননেতা তা মানতে পারবেন না৷'

যদিও অর্জুন সিং-এর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সাংসদ সৌগত রায়৷ অর্জুনকে বাহুবলী বলে কটাক্ষ করে তিনি বলেন, 'ওঁর মতো অপরিণত, বাহুবলী এবং আর্থিক দুর্নীতিতে যুক্ত লোকের বিবৃতির প্রতিক্রিয়া দিতে আমার রুচিতে বাঁধে৷ ওঁর বক্তব্য়ের কোনও গুরুত্ব আমার কাছে নেই৷ আর শুভেন্দু অধিকারীকে নিয়ে কথা বলার অর্জুন সিং কে? যা বলার শুভেন্দু অধিকারী নিজে বা আমাদের দল বলবে৷'

সৌগত রায় আরও অভিযোগ করেন, ইচ্ছাকৃত ভাবে মিথ্যে প্রচার করছেন অর্জুন সিং-এর মতো বিজেপি নেতারা৷ কেন্দ্রীয় নেতা অমিত মালব্য়ের নির্দেশেই এই কৌশল নিয়েছেন বিজেপি নেতারা৷ সৌগত রায় নিজেও বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন বলে এ দিন ইঙ্গিত দেন অর্জুন{ যদিও প্রবীণ এই তৃণমূল সাংসদ বলেন, 'বিজেপি একটা সাম্প্রদায়িক দল৷ রাজনীতি ছেড়ে দেব, কিন্তু বিজেপি-তে যাব না৷'

Rajorshi Roy

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Arjun singh, BJP, Suvendu Adhikari, TMC