#কলকাতা: লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্রে জয়ী বিজেপির অর্জুন সিং। ১১ হাজারেরও বেশি ভোটে জিতলেন তিনি। তৃণমূল প্রার্থী দীণেশ ত্রিবেদীকে হারালেন তিনি। ২০০৯ ও ২০১৪ সালে দীণেশ ত্রিবেদীই জিতে ছিলেন এই কেন্দ্রে। এবার তাঁকে হারিয়ে সেই জায়গা দখল করে নিলেন বিজেপির অর্জুন সিং। তৃণমূলের বেশ কিছু আসনই চলে গেল বিজেপির দখলে।