corona virus btn
corona virus btn
Loading

ভারী গাড়ির চাপে ভেঙে পড়তে পারে অরবিন্দ সেতু

ভারী গাড়ির চাপে ভেঙে পড়তে পারে অরবিন্দ সেতু
নিজস্ব চিত্র

বিপজ্জনক অবস্থায় রয়েছে কলকাতার অরবিন্দ সেতু। সংস্কার শুরু হলেও, কমেনি ভারী গাড়ি চলাচল।

  • Share this:

#কলকাতা: বিপজ্জনক অবস্থায় রয়েছে কলকাতার অরবিন্দ সেতু। সংস্কার শুরু হলেও, কমেনি ভারী গাড়ি চলাচল। ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ না করলে ভেঙে পড়তে পারে অরবিন্দ সেতু, সতর্ক করল রাইটস।

ব্রেবোর্ন রোড, চিংড়িহাটা উড়ালপুল, বাঘাযতীন রেলসেতুর মতো এ শহরে আরও একটি বিপজ্জনক সেতুর হদিশ দিল রাইটস। অন্যান্য উড়ালপুল বা সেতুর মেরামতির কাজ শুরু হলেও, অরবিন্দ সেতুর দিকে সেভাবে নজর পড়েনি। সামান্য মেরামত করা হলেও, দিনকয়েকের মধ্যেই আগের অবস্থায় ফিরেছে অরবিন্দ সেতু। চারদিকে খসে পড়ছে প্লাস্টার। ব্রিজের মাঝখানে দেখা দিয়েছে বড় ফাটল। একইরকম বেহাল দশা ব্রিজের নিচের অংশেও।

একদিকে উলটোডাঙা, অন্যদিকে শ্যামবাজারের মতো গুরুত্বপূর্ণ অংশকে জুড়ে দেয় অরবিন্দ সেতু। তাই গাড়ির চাপও প্রচুর। সেতু বাঁচাতে এবার গাড়ির চাপ কমানোর পরামর্শ দিল রাইটস।

রাইটসের পরামর্শ - হাইওয়ে ডেভেলপমেন্ট ডিভিশন সেতু পরীক্ষা করেছে। একাধিক পিলারের অবস্থা সংকটজনক। গার্ডারেও সমস্যা রয়েছে। প্রতিদিন ভারী গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা উচিত

সেতুর বেহাল দশার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন ব্রিজের তলায় থাকা অফিসকর্মী ও দোকানদারদের।

সেতুর নিচে এইসব দোকান ও অফিস বৈধ কি না, তা নিয়ে নির্দিষ্ট তথ্য নেই সংস্কারের কাজ শুরু হলেও, গাড়ি নিয়ন্ত্রণের বিষয়ে ট্রাফিক বিভাগের সঙ্গে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে KMDA-এর পক্ষ থেকে।

First published: November 17, 2017, 9:47 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर