• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • কলকাতায় বন্ধ অ্যাপ ক্যাব পরিষেবা, উৎসবের মরশুমে ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

কলকাতায় বন্ধ অ্যাপ ক্যাব পরিষেবা, উৎসবের মরশুমে ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা

file photo

file photo

 • Share this:

  #কলকাতা: জ্বালানির দাম বেড়ে চলেছে ক্রমাগত ৷ কিন্তু সেভাবে বাড়ছে না ভাড়া ৷ তারই প্রতিবাদে এবার বড়সড় পদক্ষেপ নিল অ্যাপ ক্যাব চালকেরা ! আগামী তিনদিনের জন্য বন্ধ হতে চলেছে অ্যাপ-ক্যাব পরিষেবা ৷

  ভাড়া বৃদ্ধির দাবিতে বন্ধ অ্যাপ ক্যাব পরিষেবা ৷ পরিষেবা বন্ধ অ্যাপ-ক্যাব বন্ধ চালকদের ৷ আজ থেকে ৩ দিন অর্থাৎ বুধবার পর্যন্ত বন্ধ থাকবে অ্যাপ ক্যাব পরিষেবা ৷ লভ্যাংশ বৃদ্ধিসহ একাধিক দাবিতে সরব হয়েছেন চালকেরা ৷ কিন্তু ভাড়া বাড়াতে নারাজ সংস্থাগুলি ৷ কলকাতা বিমানবন্দরেও বন্ধ পরিষেবা ৷

  তাই উৎসবের মরশুমে আপাতত চরম ভোগান্তির মুখে পড়তে চলেছেন শহরবাসী ৷

  ট্যাক্সির লাগামছাড়া ভাড়া চান ৷ কিংবা কখনও রিফিউস করে দেন গন্তব্য স্থানে যেতে ৷ সেক্ষেত্রে অ্যাপ ক্যাব এই মুহূর্তে কলকাতাবাসীর জন্য এক বড়সড় ভরসা ৷ কিন্তু বছর শেষ হওয়ার মুখে কলকাতা এয়ারপোর্টে অ্যাপ ক্যাব পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার জেরে বড়সড় ভোগান্তির মুখে পড়তে চলেছেন শহরবাসী ৷ তা বলাই যেতে পারে ৷

  First published: