#বারাসত: বেসরকারি গাড়িতে সামান্য ঘষা এপ ক্যাব চালকের । অভিযোগ, এই ঘটনার পর চালককে মারধর,পুরুষাঙ্গে লাথি মারে প্রাইভেট গাড়ির মালকিন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি চালক।
ঘটনাটি ঘটেছে বারাসাতের কলোনী মোড়ের কাছে পায়োনিওর পার্ক-এ।অভিযোগ, কলকাতা থেকে ফিরছিল অ্যাপ ক্যাব-টি। তারকেশ্বর কুমার সাহু নামে ওই অ্যাপ ক্যাব চালকের অভিযোগ, একটি বেসরকারি গাড়ি থেকে নেমে আসেন এক মহিলা, চিৎকার করতে থাকেন তাঁর গাড়িতে আঘাত লেগেছে বলে, দাবি করেন ক্ষতিপূরণের। শুধু তাই নয় চালকের গোপনাঙ্গে আঘাত করা হয় বলে অভিযোগ। পরে স্থানীয় মানুষের সহযোগিতায় বারাসত হাসপাতালের পুলিশ এসে চালক ও অন্য গাড়ির মালকিন পাপিয়া দেবীকে থানায় আনেন। অহত চালক বারাসাত হাসপাতালে ভর্তি, অভিযুক্ত পাপিয়া পালকে আটক করেছে বারাসত থানার পুলিশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Barasat driver beaten