• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে বাদ অ্যাপোলো

সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে বাদ অ্যাপোলো

রকারি স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে বাদ পড়ল অ্যাপোলোর নাম ৷

রকারি স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে বাদ পড়ল অ্যাপোলোর নাম ৷

রকারি স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে বাদ পড়ল অ্যাপোলোর নাম ৷

 • Share this:

  #কলকাতা: তদন্ত কমিটি গঠন ছাড়াও প্রতিশ্রুতি মতোই অ্যাপোলো হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার ৷ সরকারি স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে বাদ পড়ল অ্যাপোলোর নাম ৷ অভিযোগ, চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও স্বাস্থ্যবিমার নিয়ম মানছিল না অ্যাপোলো ৷

  ফের অ্যাপোলোর বিরুদ্ধে অতিরিক্ত বিলের অভিযোগ ৷ চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারিদের ক্যাশলেস পরিষেবা দিচ্ছিল না অ্যাপোলো ৷ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারিরাও সুবিধা থেকে বঞ্চিত ৷ সরকার নির্ধারিত খরচের চেয়ে এক্ষেত্রে বানানো হচ্ছিল বাড়তি বিল ৷ এই সমস্ত অভিযোগের কারণেই স্বাস্থ্যবিমা প্রকল্পে হাসপাতালের তালিকা থেকে বাদ পড়ল অ্যাপোলোর নাম ৷

  এছাড়াও বিভিন্ন ঘটনায় অ্যাপোলোর বিরুদ্ধে আর্থিক বেনিয়মেরও প্রমাণ মিলেছে ৷ বারবার বলা সত্ত্বেও ইন ভয়েস দিচ্ছে না অ্যাপোলো ৷ এইসব কারণেই স্বাস্থ্যবিমা প্রকল্প থেকে বাদ দেওয়ার নির্দেশিকা জারি করল অর্থ দফতরের মেডিক্যাল সেল ৷

  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বারংবার হুঁশিয়ারিতেও কোনও লাভ হয়নি ৷ একের পর এক অভিযোগে জেরবার অ্যাপোলো হাসপাতাল ৷ ডানকুনির সঞ্জয় রায়ের মৃত্যুর তদন্তে নেমেও হাসপাতাল কর্তৃপক্ষের একাধিক গাফিলতির প্রমাণ সামনে এসেছে ৷ পরিষেবা না দিয়েও একাধিকবার বিলে চার্জ সহ তোলাবাজি ও অতিরিক্ত বিলের অভিযোগের তথ্য প্রমাণ এখন তদন্তকারীদের হাতে ৷

  এবার সরকারি কর্মচারীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তৈরি স্বাস্থ্য বিমা প্রকল্প থেকেও নাম বাদ পড়ায় আরও চাপে অ্যাপোলো হাসপাতাল ৷

  First published: