#কলকাতা: অ্যাপোলোয় শিশু মৃত্যুর তদন্ত শুরু করল স্বাস্থ্য কমিশন। তিন দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। স্বাস্থ্যকর্তাদের ভর্ৎসনার মুখেও পড়েন অ্যাপোলোর CEO রানা দাশগুপ্ত। স্বাস্থ্যভবন ও স্বাস্থ্য কমিশনে অ্যাপোলোর বিরুদ্ধে অভিযোগ জানান কুহেলির বাবা-মা। মুখ্যমন্ত্রীর সঙ্গেও দেখা করতে চান তাঁরা। শিশু মৃত্যুর ঘটনায় পৃথক তদন্তের নির্দেশ ESI কর্তৃপক্ষের।
চার মাসের শিশু কুহেলির মৃত্যু ঘিরে বুধবার উত্তেজনা ছড়ায় অ্যাপোলো হাসপাতালে। ওইদিনই ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করে স্বাস্থ্য দফতর। এবার তদন্ত শুরু করল স্বাস্থ্য কমিশনও। বৃহস্পতিবার স্বাস্থ্যভবনে গিয়ে অ্যাপোলোর বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ জানান কুহেলির বাবা-মা। স্বাস্থ্যকমিশনেরও দ্বারস্থ হয় কুহেলির অভিভাবকরা। সেখানেও একই অভিযোগ জানান তাঁরা।
অভিযোগ পেয়েই তদন্ত শুরু করেছে স্বাস্থ্য কমিশন। তিন দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে বলা হয়েছে অ্যাপোলো কর্তৃপক্ষকে। এরপরও বিচারের আশায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে চায় শিশুর পরিবার।
ডানকুনির সঞ্জয় রায়ের পর চার মাসের কহেলির মৃত্যু। বার বার চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠছে অ্যাপোলোর বিরুদ্ধে। এদিন স্বাস্থ্যভবনে শিশু মৃত্যু নিয়ে রিপোর্ট দিতে গিয়ে আবারও ভর্ৎসনার মুখে পড়লেন অ্যাপোলোর CEO রানা দাশগুপ্ত।
পরিবারের অভিযোগ------
----১৩ এপ্রিল কুহেলিকে জোকা ইএসআইতে ভর্তি করা হয়
----কোলনস্কপির জন্য তাকে অ্যাপোলোয় রেফার করা হয়
----১৫ এপ্রিল কুহেলিকে অ্যাপোলোয় ভরতি করা হয়
অ্যাপোলোর বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠলেও, ESI জোকার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ইএসআই-এর ভূমিকায় প্রশ্ন
- কেন রেফার করা হয় কুহেলিকে?
- ইএসআই কি যথাযথ দায়িত্ব পালন করেছে?
সেই সব প্রশ্নের উত্তর খুঁজতে এবার পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে ESI কর্তৃপক্ষও। কুহেলির প্রাথমিক পরীক্ষার রিপোর্টের সঙ্গে, অ্যাপোলোর রিপোর্টও জমা দিতে বলা হয়েছে।