#কলকাতা: বাংলায় করোনা সেরে গেল আরও দুজনের৷ আজ অর্থাত্ শনিবার রাজ্যে করোনামুক্ত হলেন আরও দুই ব্যক্তি৷ একজন খড়দহের বাসিন্দা৷ আরেক মহিলার বাড়ি টালিগঞ্জে৷
দমদম নাগেরবাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ২ করোনা আক্রান্ত৷ এদিন তাঁদের দুজনকেই হাসপাতালে থেকে ছুটি দেওয়া হয়৷ দুজনকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানায় হাসপাতাল৷ হাততালি দেন নার্সরাও৷
রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৮৫। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ২৬ হাজার ৭১৬ জন। রাজ্যের তথ্য অনুসারে, বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০৬।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।