হোম /খবর /কলকাতা /
বাংলায় আরও ২ জনের করোনা সেরে গেল! ফুল-হাততালিতে শুভেচ্ছা দমদমের হাসপাতালে

Coronavirus| বাংলায় আরও ২ জনের করোনা সেরে গেল! ফুল-হাততালিতে শুভেচ্ছা দমদমের হাসপাতালে

করোনার মৃদু লক্ষণে রোগীর ১০ দিন পর্যন্ত চিকিৎসা করা হবে ৷ টানা ৩ দিন জ্বর না থাকলে ছেড়ে দেওয়া হবে রোগীকে ৷ অক্সিজেন সাপোর্টে থাকলে চলবে আরও ৩ দিনের নজরদারি ৷ অক্সিজেনের প্রয়োজন,উপসর্গ মিটলে ছাড়া হবে ৷

করোনার মৃদু লক্ষণে রোগীর ১০ দিন পর্যন্ত চিকিৎসা করা হবে ৷ টানা ৩ দিন জ্বর না থাকলে ছেড়ে দেওয়া হবে রোগীকে ৷ অক্সিজেন সাপোর্টে থাকলে চলবে আরও ৩ দিনের নজরদারি ৷ অক্সিজেনের প্রয়োজন,উপসর্গ মিটলে ছাড়া হবে ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বাংলায় করোনা সেরে গেল আরও দুজনের৷ আজ অর্থাত্‍ শনিবার রাজ্যে করোনামুক্ত হলেন আরও দুই ব্যক্তি৷ একজন খড়দহের বাসিন্দা৷ আরেক মহিলার বাড়ি টালিগঞ্জে৷

দমদম নাগেরবাজারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ২ করোনা আক্রান্ত৷ এদিন তাঁদের দুজনকেই হাসপাতালে থেকে ছুটি দেওয়া হয়৷ দুজনকেই ফুল দিয়ে শুভেচ্ছা জানায় হাসপাতাল৷ হাততালি দেন নার্সরাও৷

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, রাজ্যে ৫১ জনের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৩৮৫। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩ জন। মৃত্যু হয়েছে ১৮ জনের। সরকারি কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন মোট ১১ হাজার ৫৭৬ জন। হোম কোয়ারেন্টাইনে এখনও আছেন ২৬ হাজার ৭১৬ জন। রাজ্যের তথ্য অনুসারে, বাংলায় এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫০৬।

Published by:Arindam Gupta
First published: